২-০ গোলে জয়ী জেআরসি-র দুটো গোল-ই করেছে সন্তোষ গোপ


newsagartala24.com Images

আগরতলা, Aug 12, 2023, ওয়েব ডেস্ক থেকে


প্রীতি ফুটবল ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব। ২-০ গোলে জয়ী জেআরসি-র দুটো গোল-ই করেছে সন্তোষ গোপ। এর সুবাদে সন্তোষ ম্যান অব দ্যা ম্যাচের ট্রফিও পেয়েছে। দুদিন ব্যাপী প্রাইজমানি ফুটবল আসরের উদ্বোধনী দিনে উদ্যোক্তা তথা দশরথ দেব গুড মর্নিং ফুটবল ক্লাবের সঙ্গে এই প্রীতি ফুটবল ম্যাচ দর্শকাকীর্ণ বাধারঘাটস্থিত দশরথ দেব স্টেডিয়ামে অনেকদিন পর প্রতিযোগিতামূলক ফুটবলের বাতাবরণ উপভোগ করা গেছে। হাজারো কর্মব্যস্ততার পর জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের বিশেষ করে অভিষেক দে, মেঘধন দেব, প্রসেনজিৎ সাহা, দিব্যেন্দু দে, জাকির হোসেন, সুমন সাহা, সমীর ভৌমিক, সন্তোষ গোপ, কৃশানু দেববর্মা, অভিষেক দেববর্মা, সুপ্রভাত দেবনাথের টিম "এলাম-খেললাম-জয় করলাম"-এর পরও উদ্যোক্তা এবং দর্শকদের মুগ্ধ করে বেশ প্রশংসা কুড়িয়েছেন। আগামী দিনেও এই প্রীতি ম্যাচ জারি থাকবে বলে দু দলের পক্ষ থেকে গৌতম ব্যানার্জি এবং অভিষেক দে প্রত্যাশা ব্যক্ত করেন। এদিকে সকালে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনের পর সারাদিনে অংশগ্রহণকারী ২২ টি দলের প্রথম রাউন্ডের ১১টি নকআউট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

চূড়ান্ত পর্বের খেলা এবং ফাইনাল ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে। দুইদিন ব্যাপী এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স দলকে সুদৃশ্য ট্রফি সহ দেওয়া হবে প্রাইজমানি যথাক্রমে ১০ হাজার ও ৭০০০ টাকা। শনিবার সকালে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করেন পশ্চিম জেলার ট্রাফিক পুলিশ সুপার  মানিকলাল দাস। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের যুগ্ম সচিব তপন সাহা, রাজ্যের প্রাক্তন ফুটবলার রাজেশ রায় চৌধুরী, ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সরযূ চক্রবর্তী সহ আরও অনেকে। টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহ্বায়ক গৌতম ব্যানার্জি সংশ্লিষ্ট সকলকে আগামীকালও মাঠে উপস্থিত থেকে টুর্নামেন্ট সাফল্যমন্ডিত করে তুলতে আমন্ত্রণ জানিয়েছেন।