২০ ফ্রেব্রুয়ারী প্যারাডাইস চৌমুহনীতে ৩ ঘণ্টার গণ অবস্থান


newsagartala24.com Images

আগরতলা, Feb 17, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


 .২২ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২০ ফ্রেব্রুয়ারী প্যারাডাইস চৌমুহনীতে ৩ ঘণ্টার গণ অবস্থানের ডাক দিয়েছে ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ আজ এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন সংগঠনের নেতৃত্বরা। এদিন সাংবাদিক সম্মেলনে সংগঠনের এক কর্মী জানিয়েছেন, কর্পোরেট পুঁজির দালাল উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক ফ্যাসিবাদী ও তাদের জাতিবিদ্বেষী সহযোগিদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করতে হবে। তাই ২০ ফ্রেব্রুয়ারী আগরতলায় ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ তিন ঘন্টার গণ অবস্থানের ডাক দিয়েছে। সংগঠনের দাবিগুলো হল, জাতি বিদ্বেষী ও উগ্র সাম্প্রদায়িক দুষ্কৃতকারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহন করা, রাষ্ট্রের মদতে ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের ওপর আক্রমণ বন্ধ করা। কৈতরাবাড়ি এবং কদমতলার ঘটনার সাথে জড়িত চক্রান্তকারিদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যাবস্থা গ্রহণ করা।বেদখল হয়ে যাওয়া সমস্ত ওয়াকফ্ সম্পত্তি পুনরুদ্ধার করা এবং রাজ্যে মাদ্রাসা বোর্ড গঠন করা হোক। তাছাড়া, রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ মোতাবেক ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ চালু করা, বেকারদের চাকরি নয়তো বেকার ভাতা প্রদান করা, বনাধিকার আইন ২০০৬ সঠিকভাবে বাস্তবায়ন করে জনজাতিদের প্রতি পরিবারকে ২৫ কানি করে জমির পাট্টা প্রদান করা, জনজাতিদের ছোট বড় প্রতিটি জনগোষ্ঠীর স্বশাসন নিশ্চিত করতে বহুস্তরীয় স্বশাসন ব্যাবস্থা কায়েম করা, শিক্ষা চাকরি ও জনপ্রতিনিধিত্ব সহ সমস্ত ক্ষেত্রে ওবিসি জনগোষ্ঠীর সংখ্যানুপাতিক সংরক্ষণ চালু করা হোক। পাশাপাশি, ভূমিহীন ঝাড়খণ্ডী ও চা শ্রমিকদের ন্যূনতম ১০ গন্ডা করে জমি বন্দোবস্ত দিতে হবে। চা শ্রমিকদের মজুরি ৬০০ টাকা নির্ধারণ করে সপ্তাহে একদিন সবেতন ছুটি দেওয়া সহ ২২ দফা দাবি জানানো হয়েছে।