৩ গোলে টাউনকে হারিয়ে জয় দিয়ে সূচনা লালবাহাদুর ব্যায়ামাগারের


newsagartala24.com Images

আগরতলা, Aug 24, 2023, ওয়েব ডেস্ক থেকে


উত্তমের হ্যাটট্রিক : ৩ গোলে টাউনকে হারিয়ে
জয় দিয়ে সূচনা লালবাহাদুর ব্যায়ামাগারের।।  দুই অর্ধে ৩ গোল।‌ দুর্দান্ত জয় দিয়ে দারুন সূচনা লাল বাহাদুর ব্যামাগারের। একসময়ের দ্বিমুকুট বিজয়ী লাল বাহাদুর ব্যামাগার সত্য সমাপ্ত রাখাল শীল্ড ফুটবলে কোয়ার্টার ফাইনালে নক আউট হলেও লীগ সূচনা মন্দ করেনি। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত টেকনো ইন্ডিয়া প্রথম ডিভিশন লীগ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ৩-০ গোলের ব্যবধানে দুর্দান্ত জয় পেয়ে দারুন সূচনা করেছে ।

হারিয়েছে টাউন ক্লাবকে।‌ এ- ডিভিশনে খেলবে, নাকি বি- ডিভিশনে খেলবে এ নিয়ে দোটানায় ছিল বলে দলগঠনের বিষয়টা একটু দেরিতে শুরু করেছে বলে দলের পরিকাঠামোতে কিছুটা প্রভাব পড়েছে। দলের কম্বিনেশনে যেমন কিছুটা ফাঁকফোকর রয়ে গেছে, তেমনি তেমন প্র্যাকটিস করার সুযোগ না পাওয়ারও খেসারত দিতে হয়েছে প্রথম ম্যাচে টাউন ক্লাবকে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে খেলার ১৬ মিনিটের মাথায় উত্তম রাই-এর প্রথম গোল এক-শূন্য তে এগিয়ে যায় লাল বাহাদুর ।

২০ মিনিট বাদে দ্বিতীয় গোল ব্যবধান বেড়ে ২-০ হয়। দ্বিতীয়ার্ধের শুরু থেকে টাউন ক্লাব কিছুটা আক্রমণাত্মক খেললেও কার্যত গোল পরিশোধের কোন সুযোগ পায়নি। অপরদিকে লাল বাহাদুর ব্যামাগারকে কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে দেখা গেলেও সুযোগ সন্ধানী স্ট্রাইকার উত্তম রাই কিন্তু সত্যিই সুযোগ খুঁজতে থাকে।

খেলার ৮০ মিনিটের মাথায় তৃতীয়বারের মতো সুযোগ পেয়ে কাজে লাগিয়ে একদিকে নিজের হ্যাট্রিক করার  পাশাপাশি দলকে ৩-০ তে লিড এনে দেয়। শেষ পর্যন্ত উত্তমের তিন গোলেই জয়ী হয়ে লালবাহাদুর ব্যায়ামাগার ৩ পয়েন্ট সংগ্রহ করে নেয়। ‌ উল্লেখ্য, খেলার প্রথমার্ধে দুই দলের দুইজনকে লাল বাহাদুরের মনজিৎ সিং বড়ুয়া এবং টাউন ক্লাবের সৌরভ শীলকে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বিশ্বজিৎ দাস, পল্লব চক্রবর্তী, বিপ্লব সিনহা, প্রতাপ কুমার দাস। দিনের খেলা: ফ্রেন্ডস ইউনিয়ন বনাম রামকৃষ্ণ ক্লাব, বিকেল সাড়ে তিনটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে।