৩০ অক্টোবর নির্বাচনী প্রচারে মিজোরামে আসছেন অমিত শাহ


newsagartala24.com Images

Agartala, Oct 29, 2023, ওয়েব ডেস্ক থেকে


আইজল, ২৯ অক্টোবর  : আগামীকাল ৩০ অক্টোবর মিজোরাম বিধানসভা নির্বাচনের প্রচারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সকালে রাজ্যে এসে প্রথমে মামিত জেলা সদরে অনুষ্ঠেয় এক নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন।

মিজোরাম বিজেপির প্রদেশ মিডিয়া আহ্বায়ক জনি লালথানপুইয়া জানান, প্রথমে ঠিক ছিল, অমিত শাহ ছাড়াও নির্বাচনী প্রচারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কিন্তু অনিবার্য কারণে প্রধানমন্ত্রীর সফর আপাতত বাতিল হয়ে গেছে। পরবর্তীতে প্রধানমন্ত্রীর সফরসূচি নির্ধারণ হতে পারে। তবে অমিত শাহই নরেন্দ্র মোদীর স্থান পূরণ করবেন।

তিনি জানান, আগামীকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এসে মামিত এবং রাজ্যের দক্ষিণাঞ্চলে গিয়ে দলের প্রার্থীদের পালে হাওয়া তুলতে প্রচার-সমাবেশে ভাষণ দেবেন। তিনি বলেন, রাজ্যের দক্ষিণাঞ্চলে চাকমা, ব্রু, মারা এবং লাই জনগোষ্ঠীয় ভাষিক সংখ্যালঘু মানুষের বসবাস। তাঁদের ভোট টানতে বেশি জোর দিচ্ছে বিজেপি।

প্রদেশ মিডিয়া আহ্বায়ক লালথানপুইয়া জানিয়েছেন, বিজেপির আরেক সিনিয়র নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি নির্বাচনী প্রচারে রাজ্যে আসবেন।

লালথানপুইয়া জানান, গত শুক্রবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দলের ইস্তাহার প্রকাশ করেছেন। ইস্তাহারে রাজ্যে সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ এবং অসমের সাথে দীর্ঘদিনের সীমান্ত বিবাদের সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ৩৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল বিজেপি। এবার ৭ নভেম্বর অনুষ্ঠেয় বিধনসভা নির্বাচনে ২৩ জনকে প্রার্থী করেছে দল।