৪ ডিসেম্বর শুরু সংসদের শীতকালীন অধিবেশন
Agartala, Dec 01, 2023, ওয়েব ডেস্ক থেকে
সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে আগামী ৪ ডিসেম্বর, সোমবার। তার আগে শনিবার সর্বদলীয় বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার। সর্বদলীয় বৈঠকে যোগ দেওয়ার বিষয়ে সমস্ত দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। সংসদের শীতকালীন অধিবেশনের কাজ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সে জন্য শনিবার সরকারের তরফে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে।
এবার সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে ৪ ডিসেম্বর থেকে, চলবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত। মোট কাজের দিন ১৫টি। গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ার জন্য বিরোধীদের কাছে ইতিমধ্যেই অনুরোধ জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী।