৫১ হাজারের বেশি যুবককে নিয়োগপত্র তুলে দেবেন প্রধানমন্ত্রী


newsagartala24.com Images

Agartala, Aug 28, 2023, ওয়েব ডেস্ক থেকে


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ৫১ হাজারের বেশি কর্মচারীকে নিয়োগপত্র তুলে দেবেন।

সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই নিয়োগপত্র প্রদান করবেন। সরকারি চাকরিতে নতুন নিযুক্ত হওয়া প্রায় ৫১ হাজার যুবককে এই নিয়োগপত্র তুলে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের অনুষ্ঠানে নবনিযুক্ত সরকারী কর্মচারীদের উদ্দেশে ভাষণও দেবেন তিনি। কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)-র একটি বিজ্ঞপ্তি অনুসারে এই তথ্য জানা গিয়েছে।
পিআইবি-র বিজ্ঞপ্তি অনুসারে আরও জানা গিয়েছে, সারাদেশে ৪৫টি স্থানে এই চাকরি মেলার আয়োজন করা হয়েছে। যদিও এই চাকরি মেলার মূল অনুষ্ঠানটি হবে হায়দ্রাবাদে। এই মেলা কর্মসূচির মাধ্যমে, স্বরাষ্ট্রমন্ত্রক বিভিন্ন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) যেমন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ), বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ), সশস্ত্র সীমা বল (এসএসবি), আসাম রাইফেলস এবং কেন্দ্রীয় শিল্পে নিয়োগ করবে। সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ), ভারত দিল্লি পুলিশের পাশাপাশি তিব্বত বর্ডার পুলিশ (আইটিবিপি) এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-ও কর্মী নিয়োগ করছে। দেশ জুড়ে নতুন নির্বাচিত কর্মীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন সংস্থায় কনস্টেবল, সাব-ইন্সপেক্টর এবং নন-জেনারেল ডিউটি ক্যাডার পদের মতো বিভিন্ন ক্যাটাগরির পদে কাজ করবেন। কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী করেছিলেন, রোজগার মেলা তার একটি বড় পদক্ষেপ।