৬টি আসনে সমঝোতা নিয়ে প্রার্থীর প্রস্তাব মমতার কাছে পাঠালেন সোনিয়া
Agartala, Jan 10, 2024, ওয়েব ডেস্ক থেকে
কলকাতা, ১০ জানুয়ারি: পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে জোট নিশ্চিত করে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ৬টি আসনে সমঝোতার প্রস্তাব পাঠিয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। এআইসিসি সূত্রের খবর, মঙ্গলবারই এই জোট প্রস্তাবে অনুমোদন দিয়েছেন সোনিয়া। তার পর সেই বার্তা দলের জোট কমিটির অন্যতম সদস্য সলমন খুরশিদ মারফত পাঠিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে।
কোন কোন আসন নিয়ে সমঝোতা চাইছে কংগ্রেস? যতদূর জানা যাচ্ছে, ৬ আসনের এই তালিকায় রয়েছে বহরমপুর, মালদহ দক্ষিণ-সহ, মুর্শিদাবাদ, দার্জিলিং, রায়গঞ্জ ও পুরুলিয়ার নাম। কংগ্রেস এ রাজ্যে কাদের সঙ্গে জোটে যাবে তা নিয়ে প্রাথমিক ধন্দ তৈরি হয়েছিল। তৃণমূলের পাশাপাশি সিপিএমের সঙ্গেও জোটের রাস্তা তারা খোলা রাখতে চাইছে বলে চর্চা চলছিল।
সরাসরি এই পর্বে সোনিয়া গান্ধীর হস্তক্ষেপ দুটি বিষয় স্পষ্ট করে দিল। এক, বর্তমান পরিস্থিতিতে নিজেদের অবস্থান নিয়ে ধন্দ তৈরি হলে কংগ্রেসেরই ক্ষতি। দুই, বিজেপিকে হারাতে তৃণমূলকেই তাদের দরকার। তাদের সঙ্গে জোট করে সেই সঙ্গে পুরনো সম্পর্ক আরও মজবুত করে নিতে চাইছে কংগ্রেস হাইকমান্ড। সেক্ষেত্রে প্রদেশ নেতৃত্বের সিপিএমের সঙ্গে মাখামাখি তাদের নাপসন্দ।
বিষয়টির উপর আলোচনা-পুনর্বিবেচনার জন্য হাতে ১০ দিন সময় রাখা হয়েছে। বড় বেশি বদল না হলে ২০ তারিখের মধ্যে রাজ্যে তৃণমূলের সঙ্গে চূড়ান্ত আসন রফা সেরে ফেলতে উৎসুক কংগ্রেস।