৭৯ তম জনশিক্ষা দিবস সিপিআইএম রাজ্য কার্যালয়ে


newsagartala24.com Images

আগরতলা, Dec 27, 2023, ওয়েব ডেস্ক থেকে 23


বুধবার যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হলো ৭৯ তম জনশিক্ষা দিবস সিপিআইএম রাজ্য কার্যালয়ে ।এদিন এই অনুষ্ঠানে প্রথমে দলীয় পতাকা উত্তোলন করলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এছাড়াও গণমুক্তি পরিষদের পতাকা উত্তোলন করলেন গণমুক্তি কেন্দ্রীয় কমিটির সদস্য। তারপর জনশিক্ষা আন্দোলনের নেতৃত্বদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করলেন রাজ্য নেতৃত্বরা।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী বলেন, রাজন্য শাসিত এই পার্বত্য ত্রিপুরা রাজ্যে যখন রাজ্যের দলিত প্রজারা অনাহারে কুসংস্কার ও অশিক্ষায় গভীর অন্ধকারে নিমজ্জিত ছিলেন,তখন ত্রিপুরা রাজ্যের  সামন্তশাসক তথা মানিক্য রাজবংশ রাজ্যের প্রজাদের সবদিক থেকে বঞ্চিত করে উজ্জয়ন্ত প্রসাদ, নীরমহল এ সমস্ত মহারথে জীবনের উল্লাস ভোগ করছিলেন। এবং একই সময়ে সারা পৃথিবীতে তখন একটা নবজাগরণের মুক্তির সাম্রাজ্যবাদ থেকে বেরিয়ে আসার একটি লড়াই চলছিল। সে সময় রাজ্যের কতিপয় যুবক দশরথ দেব, সুধন্য দেববর্মা, হেমন্ত দেববর্মা, ডাক্তার নির্মলি দেববর্মা, তাদের নেতৃত্বে মাত্র 11 জন যুবক দুর্গা চৌমুহনী পাড়াতে মানুষকে সভ্যতার পথ বের করে দিতে গিয়ে জনশিক্ষা আন্দোলন শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেদিন থেকেই ৭৮ বছর ধরে এ দিবসটির জনশিক্ষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।