৮ বছর পর ভারতসেরা জিমন্যাস্ট দীপা


newsagartala24.com Images

আগরতলা, Jan 03, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


৮ বছর পর ভারতসেরা জিমন্যাস্ট দীপা
স্বমহিমায় সোনার মেয়ে দীপা কর্মকার। হলো আবারও ভারত সেরা। ভুবনেশ্বরে অনুষ্ঠিত জাতীয় জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশীপে। বুধবার হয় অলরাউন্ড বিভাগের আসর। তাতে প্রত্যাশিতভাবেই ভারত সেরার সম্মান অর্জন করে দীপা। মোট ৪৯.‌৫৫ পয়েন্ট পেয়ে ভারত সেরা হয় গোল্ডেন গার্ল ত্রিপুরার দীপা। আসরে ৪৭ পয়েন্ট পেয়ে প্রণতি দাস দ্বিতীয়, ৪৫.‌৩০ পয়েন্ট পেয়ে স্বস্তিকা গণ তৃতীয়, ৪৪.‌৭৫ পয়েন্ট পেয়ে করিশ্মা চতুর্থ এবং ৪৪.‌০৫ পয়েন্ট পেয়ে বিদীশা গয়া  পঞ্চম স্থান দখল করেন।

৮ বছর পর আবারও ভারত সেরা হলেন দীপা। নিজের সাফল্য খুশি খোদ দীপা। জানান, আগামীদিনে আরও ভালো ফলাফল করতে চাই। সাফল্যের ধারা বজায় রাখার জন্য বৃহস্পতিবারও নামবো পদক জয়ের প্রত্যাশায়। খুশি দীপার কোচ বিশ্বেশ্বর নন্দীও। ভুবনেশ্বর থেকে টেলিফোনে বিশ্বেশ্বর বলেন,"এবারের আসর দীপার কাছে ছিলো চ্যালেঞ্জ। নিজেকে প্রমান করারও লক্ষ্য ছিলো ওর। এর সাফল্য ওর মনোবল বাড়ালো বলা যায়"। বৃহস্পতিবার ফ্লোর এক্সারসাইজ, আনইবেন বার সহ আরও দুটি বিভাগে পদক জয়ের লড়াইয়ে নামবেন রিও অলিম্পিকে চমক দেওয়া দুলাল এবং গৌরি কর্মকারের দুই মেয়ের ছোট দীপা।