৯ কোটি টাকার সোনা চোরাচালান : মোস্ট ওয়ান্টেড অপরাধীকে গ্রেফতার করল এনআইএ


newsagartala24.com Images

Agartala, Aug 17, 2023, ওয়েব ডেস্ক থেকে


বৃহস্পতিবার সোনা চোরাচালান মামলায় মোস্ট ওয়ান্টেড অপরাধী মহম্মদ আলিকে গ্রেফতার করেছে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। এনআই-এর মতে, রাজস্থানের বাসিন্দা আলী, জয়পুর বিমানবন্দরে প্রায় ৯ কোটি টাকা মূল্যের ১৮.৫৬ কেজির সোনার বার উদ্ধারের সাথে জড়িত ছিলেন।

১৭ মার্চ, ২০২১-এ, বিশেষ এনআইএ আদালত তাকে অপরাধী ঘোষণা করে, তার বিরুদ্ধে একটি অ-জামিনযোগ্য পরোয়ানা জারি করেছিল। মোহাম্মদ আলী ২০২০ সালের সেপ্টেম্বর থেকে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে লুক আউট নোটিশ এবং রেড কর্নার নোটিশও জারি করা হয়েছিল।