‘কোনও সন্দেহ ছিল না’, প্রিয়াঙ্কার ‘ভাইয়া’র সামনে ধরাশায়ী স্মৃতি ইরানি


newsagartala24.com Images

Agartala, Jun 04, 2024, ওয়েব ডেস্ক থেকে


অমেঠি: ২০১৯ সালের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের অমেঠি আসনে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বিপুল ভোটে পরাজিত করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। জয়ের ব্যবধান ছিল প্রায় আড়াই লক্ষ। সেই আসনে এবার রাহুলের বদলে কংগ্রেস প্রার্থী করেছিল কিশোরীলাল শর্মাকে। অনেকেই বলেছিলেন পালালেন রাহুল। কিশোরীলালকে কে চেনে? মঙ্গলবার (৪ জুন), লোকসভা নির্বাচনের ফল বের হতে শুরু হতেই, বদলে গিয়েছে আবহাওয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, স্মৃতি ইরানির থেকে ৯৫,৯৬২ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে কিশোরীলাল শর্মা। আর তাঁর জয় নিশ্চিত হতেই, তাঁকে ‘ভাইয়া’ বলে সম্বোধন করে অভিনন্দন জানালেন দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।

সোশ্যাল মিডিয়ায় হিন্দিতে প্রিয়াঙ্কা লিখেছেন, “কিশোরী ভাইয়া, আমার কোনও সন্দেহ ছিল না, আমি প্রথম থেকেই নিশ্চিত ছিলাম আপনি জিতবেন। আপনাকে এবং অমেঠির আমার প্রিয় ভাই ও বোনদের আন্তরিক অভিনন্দন!” কিশোরীলালের সঙ্গে তাঁর একটি পুরোনো ছবিও পোস্ট করেছেন প্রিয়াঙ্কা।