‘বাঁচা-মরা’ নির্ভর করছে’ ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের উপর রাশিয়ার


newsagartala24.com Images

আগরতলা, Feb 18, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের উপর রাশিয়ার ‘বাঁচা-মরা’ নির্ভর করছে এবং এই যুদ্ধের ফলাফলে দেশটির ভবিষ্যৎ নির্ধারণ হতে পারে।  রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, মনে করি আমি এটা (ইউক্রেন যুদ্ধ) এখনো  গুরুত্বপূর্ণ। আমরা কী ভাবছি তা দেশের বাইরে থাকা দর্শক-শ্রোতাদের জানা আরও বেশি গুরুত্বপূর্ণ।এই সাক্ষাৎকারটি প্রচার করা হয়। দুই বছর আগে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর প্রথম থেকেই ক্রেমলিন এই সংঘর্ষকে রাশিয়ার ‘অস্তিত্বের’ সংগ্রাম হিসেবে তুলে ধরেছে।

বিশ্লেষকদের মতে, প্রচারণা চালিয়ে রুশদের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগ্রত করার চেষ্টা চালিয়েছে ক্রেমলিন। রুশদের অনেকেই এই যুদ্ধের বিষয়ে নিস্পৃহ বলেও তারা অভিহিত করেন।

সম্প্রতি পুতিন মার্কিন সাংবাদিক ও টক শো হোস্ট টাকার কার্লসনকে দুই ঘণ্টাব্যাপী সাক্ষাৎকার দেন। 

পুতিন বলেন, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে যা হচ্ছে: তাদের জন্য এটা কৌশলগত অবস্থানের উন্নয়ন, কিন্তু এর সঙ্গে আমাদের নিয়তি, আমাদের বাঁচা-মরার বিষয়গুলো জড়িত।
  আমাদের নিয়তি, আমাদের বাঁচা-মরার বিষয়গুলো জড়িত।
 
রাশিয়া