‘বিশ্বস্ত বন্ধু ভারত’, বললেন শেখ হাসিনা, প্রতিরক্ষা সহ একাধিক ইস্যুতে আলোচনা মোদীর সঙ্গে


newsagartala24.com Images

New Delhi, Jun 22, 2024, ওয়েব ডেস্ক থেকে


নয়া দিল্লি: দিল্লির হায়দরাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনে স্বাগত জানানো হয় হাসিনাকে। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর যৌথ বিবৃতি দেন তাঁরা। ভারতের সঙ্গে বন্ধুত্বের কথাও উল্লেখ করেন হাসিনা। মোদী বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা নদীতে বিশ্বের সবচেয়ে বড় রিভার ক্রুজ সাফল্য পেয়েছে। বাংলাদেশে তিস্তা সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য একটি কারিগরি দল বাংলাদেশ সফর করবে বলেও জানান তিনি। মাত্র এক বছরে অনেকগুলি বড় উদ্যোগ বাস্তবায়ন হয়েছে বলেও উল্লেখ করেন। ৫৪টি অভিন্ন নদী ভারত ও বাংলাদেশকে সংযুক্ত করেছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম ক্রস বর্ডার পাইপলাইনের কাজ শুরু হয়েছে। ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ স্যাটেলাইট দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতা দেবে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে যাওয়া জন্য আমন্ত্রণ জানিয়েছেন হাসিনা। ভারতকে ‘বিশ্বস্ত বন্ধু’ বলে উল্লেখ করেছেন শেখ হাসিনা। তিনি মনে করিয়ে দিয়েছেন, গোটা বিশ্বে যখন বিভিন্ন জায়গায় যুদ্ধের আবহ, তখন ভারত ও বাংলাদেশ বন্ধুত্বের নজির গড়েছে।  শনিবার একাধিক বিষয়ে কথা হয়েছে মোদী ও হাসিনার। প্রতিরক্ষা, নির্মাণ, যোগাযোগ ব্যবস্থা, উন্নয়ন ও নদীর জল বন্টন সংক্রান্ত একাধিক বিষয়ে কথা হয়েছে তাঁদের।