‘মুখ্যমন্ত্রীর খাবারে বিষ মেশানো হচ্ছে’, নীতীশের সাম্প্রতিক মন্তব্যের প্রক্ষিতে বিস্ফোরক অভিযোগ মাঝির
Agartala, Nov 10, 2023, ওয়েব ডেস্ক থেকে
পটনা, ১০ নভেম্বর : বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর গদি কেড়ে নিতেই তাঁর খাবারে বিষ মেশানোর ষড়যন্ত্র করা হচ্ছে।শুক্রবার এমনই বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা হিন্দুস্তানি আওয়াম মোর্চার নেতা জিতন রাম মাঝি।
শুক্রবার পটনায় জিতন রাম মাঝি বলেন, “মনে হচ্ছে বড় একটা ষড়যন্ত্র করা হচ্ছে। মুখ্য়মন্ত্রীকে মেরে ফেলার জন্য তাঁর খাবারে বিষ মেশানো হচ্ছে। তারই ফল হল উনি মহিলাদের সম্পর্কে ও আমার নামে এমন মন্তব্য করেছেন।”
প্রসঙ্গত, চলতি সপ্তাহেই বিহারের বিধানসভায় বিতর্কিত মন্তব্য করেন মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার। রাজ্যে জনসংখ্যা কমে যাওয়ার প্রসঙ্গে কথা বলতে গিয়ে মহিলাদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন তিনি। নীতীশের এই মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়। বাধ্য হয়ে পরেরদিন ক্ষমা চান মুখ্যমন্ত্রী।
নীতীশের আনা সংরক্ষণের প্রস্তাবে সমর্থন জানান জিতন রাম মাঝি। গেজেটেড অফিসারদের মধ্যে উপজাতিদের প্রতিনিধিত্ব অনেক কম, এই বিষয়ে কথা বলছিলেন প্রাক্তন মাঝি, কিন্তু তাঁকে মাঝপথেই থামিয়ে দেন নীতীশ কুমার। পূর্ববর্তী তাঁর সরকারকেই দোষারোপ করে মুখ্যমন্ত্রী বলেন, “কে আপনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছিল? আমি বোকামো করেছি আপনাকে মুখ্যমন্ত্রী করে। এই লোকটার কোনও বোধ-বুদ্ধি নেই। আপনাকে মুখ্যমন্ত্রী বানিয়ে ভুল করেছি আমি।”
বিজেপির বিধায়করা নীতীশের এই মন্তব্যের প্রতিবাদ করলেও, তিনি থামেননি। উল্টে আরও বলেন, “এখন উনি রাজ্যপাল হতে চাইছেন। করে দিন ওঁকে রাজ্যপাল। ওঁর পরিবারের সদস্যরা বিরক্ত, ওঁর শ্রেণির (দলিত) মানুষরাও ক্ষোভ পুষে রেখেছেন। আগে উনি কংগ্রেসে ছিলেন, এখন কোনও কাজের নন উনি।”