‘সংবিধানের শ্বাসরোধের কুৎসিত চেষ্টা…’, কংগ্রেসকে ১৯৭৫ মনে করালেন যোগী


newsagartala24.com Images

Agartala, Jun 26, 2024, ওয়েব ডেস্ক থেকে


নয়া দিল্লি: ১৯৭৫ সালের ২৫ জুন। দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। টানা ২১ মাস ধরে চলেছিল জরুরি অবস্থা। প্রায় দুই বছর। ১৯৭৫ সালের জরুরি অবস্থা জারির সেই ‘অন্ধকার সময়ে’ ৫০ বছর পেরিয়ে গিয়েছে। আজ নবনির্বাচিত লোকসভার সদস্যদের সামনে সেই জরুরি অবস্থা জারির তীব্র নিন্দা জানান লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। বুধবারই লোকসভার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিয়েই জরুরি অবস্থার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাঠ করেন তিনি। ওম বিড়লার পাঠ করা এই নিন্দা প্রস্তাবকে স্বাগত জানিয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বললেন, ‘জরুরি অবস্থার নিন্দা প্রস্তাব পাঠ একটি ঐতিহাসিক সিদ্ধান্ত।’

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা একটা ঐতিহাসিক দিন। বিশ্বের সবথেকে বড় গণতন্ত্র ভারতের নবনির্বাচিত লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ইমার্জেন্সির ৫০ বছরে জরুরি অবস্থার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাঠ করেছেন। আমি এর জন্য ওম বিড়লাকে আন্তরিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি।’ তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে যেভাবে দেশব্যাপী জরুরি অবস্থা জারি করা হয়েছিল, তা ‘সংবিধানের শ্বাসরোধের’ সামিল বলেই মনে করছেন তিনি।