দেশব্যাপী ব্যাংক ধর্মঘটের স্বপক্ষে ব্যাংক কর্মীদের যৌথ মঞ্চের বিক্ষোভ প্রদর্শন


newsagartala24.com Images

আগরতলা, Feb 21, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


 দেশব্যাপী ব্যাংক ধর্মঘটের স্বপক্ষে ব্যাংক কর্মীদের যৌথ মঞ্চের বিক্ষোভ প্রদর্শন  আসন্ন ২৪ এবং ২৫ মার্চ দেশব্যাপী ব্যাংক ধর্মঘটের স্বপক্ষে শুক্রবার রাজধানীর তিনটি ব্যাংকের সামনে বিক্ষোভ ও ধর্না কর্মসূচি পালন করে ব্যাংক কর্মচারীদের বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন ।রাজধানীর ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় ,পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সার্কেল অফিস এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আগরতলা শাখার সামনে এই বিক্ষোভ প্রদর্শন ও ধরনা  কর্মসূচি সংঘটিত করা হয় 14 দফা দাবির ভিত্তিতে আগামী ২৪ এবং ২৫ মার্চ দুই দিন দেশব্যাপী ব্যাংক শিল্পের ধর্মঘট হচ্ছে ।ধর্মঘটে যাচ্ছেন দেশের ব্যাংক কর্মচারীদের নয়টি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন ।এই দেশব্যাপী ব্যাংক ধর্মঘটকে সামনে রেখে শুক্রবার থেকে সংগঠনের উদ্যোগে দেশের সব কটি প্রদেশে ধর্না ও বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি শুরু হয়েছে ।এরই অঙ্গ হিসেবে শুক্রবার অফিস শেষে রাজ্যের তিনটি ব্যাংকের সামনে ধরনা ও বিক্ষোভ প্রদর্শন করেন ব্যাংক কর্মীদের বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের সদস্যরা ।এদিন রাজধানীর ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ,পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সার্কেল অফিসের সামনে এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আগরতলা শাখার সামনে ব্যাংক কর্মীরা এই কর্মসূচিতে শামিল হয়ে ব্যাঙ্ক ধর্মঘটকে সফল করে তোলার আহ্বান জানান। এই কর্মসূচি গুলিকে নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।