সুতারমুড়া বিজেপি পার্টি অফিস আগুন


newsagartala24.com Images

আগরতলা, Feb 22, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


 বিজেপি পার্টি অফিস আগুন  চড়িলাম বিধানসভার সুতারমুড়া  শুক্রবার গভীর দুইটা নাগাদ অগ্নিসংযোগ। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে একটি ইঞ্জিন বিশালগড় । পুড়ে ছারখার হয়ে যায় আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই পার্টি অফিসটি আগুনে তবে একাংশদের অভিযোগ শাসকের শরিকদের মধ্যে নিগো বাণিজ্যকে কেন্দ্র করে মূলত চড়িলাম বিধানসভায় জ্বলছে তুশের আগুন। যার ফলেই ।সুতারমুড়া বাজারে বিজেপি দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ড

বিশ্রামগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে রাতে ঘটনাস্থলে ছুটে আসে এবং অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত শুরু করেন। তবে বর্তমানে দলীয় বিষয় অগ্নিকাণ্ড ঘটেছে সেটা কোন রকম ভাবে সারাই করলে নতুন রূপ পাবে কিন্তু নিগো বাণিজ্যকে কেন্দ্র করে চড়িলাম বিধানসভায় শাসক এবং শরিকের মধ্যে যে ধুলুমার কাণ্ড চলছে যে কোন মুহূর্তে হতে পারে ভয়ঙ্কর ঘটনা।