প্রজ্ঞা ভবনে সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত


newsagartala24.com Images

আগরতলা, Mar 11, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


সমাজকল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের বিভিন্ন প্রকল্প সম্পর্কে ত্রিস্তরীয়  পঞ্চায়েতের সদস্যদের অবগত করানোর লক্ষ্যে মঙ্গলবার এক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়। রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী টিংকু রায় ,আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ,পশ্চিম জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা।

সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিভিন্ন প্রকল্প রয়েছে ।এই প্রকল্পগুলির অনেকটাই ত্রিস্তরীয় পঞ্চায়েত সদস্যরা জানেন না। দপ্তরের স্কিম বা প্রকল্প সম্পর্কে ত্রিস্তরীয় পঞ্চায়েত সদস্যদের অবগত করানোর লক্ষ্যে মঙ্গলবার প্রজ্ঞা ভবনে  একদিনের এক কর্মশালার আয়োজন করা হয় ।এই কর্মশালার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায় ।এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ,পশ্চিম ত্রিপুরা জেলার সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা। এই কর্মশালা প্রসঙ্গে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায় জানান ,জন্মের পূর্ব সময় থেকে মৃত্যুর আগ পর্যন্ত সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের একাধিক প্রকল্প রয়েছে ।এই প্রকল্পগুলি সম্পর্কে ত্রিস্তরীয় পঞ্চায়েত সদস্যদের অবগত হওয়া উচিত ।এই লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে ।কর্মশালায় সংশ্লিষ্ট প্রকল্পগুলি নিয়ে আধিকারিকরা বিস্তারিত আলোচনা করবেন।

কর্মশালায় শিশু কল্যাণ কর্মসূচি ,সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষণ টু পয়েন্ট জিরো, পোষণ অভিযান ,সামাজিক সহায়তা প্রকল্প ,মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার ,দিব্যাঙ্গজন কল্যাণ সহ বিভিন্ন প্রকল্প সম্পর্কে দপ্তরের আধিকারিকরা উপস্থিত জনপ্রতিনিধিদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন।