জিবি হাসপাতালে ছুটে যান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা


newsagartala24.com Images

আগরতলা, Mar 12, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


গতকাল ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ডাকে, আগরতলায় জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান অভিযানের কেন্দ্রীয় জমায়েতে অংশগ্রহণ করে বাড়িতে যাওয়ার পথে টাকারজলার নিকটবর্তী অঞ্চলে এক যান দুর্ঘটনায় কংগ্রেস দলের ৫ জন নেতা কর্মী আহত হন । তাদের প্রথমে টাকার জলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর তিনজনকে ছেড়ে দেওয়া হয় এবং দুজন গুরুতর আহত হওয়ায় তাদেরকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়।  জিবি হাসপাতালে চিকিৎসাধীন হওয়ার পরবর্তী সময়ে তাদেরকে হাসপাতাল থেকে  বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। আজ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি শ্রী আশীষ কুমার সাহা সহ, শব্দকুমার জমাতিয়া , দীনেশ দেববর্মা, ঝিলিম রিয়াং, বিশালগড় জেলা কংগ্রেস কমিটির সভাপতি গোপীনাথ সাহা দের এক প্রতিনিধি দল আহতদের বাড়িতে যান এবং তাদের দ্রত আরোগ্য কামনা করেন। পাশাপাশি তাদের চিকিৎসাজনিত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয় প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে। আহতরা হলেন সঞ্জীব দেববর্মা রাজকুমার দেববর্মা কৃষ্ণ দেববর্মা বিপুল দেববর্মা ।