প্রিন্ট গ্যালারি দিয়ে রাজ্যে বিড়লা গ্রুপের পথ চলা শুরু হলো

আগরতলা, Mar 12, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025
প্রিন্ট গ্যালারি দিয়ে রাজ্যে বিড়লা গ্রুপের পথ চলা শুরু হলো :
রাজ্যে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল বিড়লা গ্রুপ। বিরলা গ্রুপের অন্তর্গত বিরলা ওপস প্রিন্ট গ্যালারি উদ্বোধন হলো ।রাজধানীর চন্দ্রপুরস্থিত মেসার্স পুষ্পা ইন্ডাস্ট্রি কে নিয়ে এই বিজলা ওপস প্রিন্ট গ্যালারি পথ চলা শুরু হয় ।উপস্থিত ছিলেন বিড়লা ওপস প্রিন্টিংয়ের উত্তর পূর্বাঞ্চলের ফ্রাঞ্চাইজি জি এম সৌম্যদীপ মজুমদার।
রাজ্যে বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করলো বিড়লা গ্রুপ। বিড়লা গ্রুপের রঙের ব্যবসা দিয়ে শুরু হয় রাজ্যে পথ চলা ।বুধবার রাজধানীর চন্দ্রপুরস্থিত মেসার্স পুষ্পা ইন্ডাস্ট্রি তে বিড়লা ওপস প্রিন্ট গ্যালারির উদ্বোধন করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার উত্তর পূর্বাঞ্চলের রিজিওনাল ফ্রাঞ্চাইজি জেনারেল ম্যানেজার সৌম্যদীপ মজুমদার ।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান ,এই প্রিন্ট গ্যালারিতে বাড়ি ঘরের সৌন্দর্যায়নের জন্য রকমারি রং-এর সমাহার রয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়ান এবং ইন্ডিয়ান দুই ধরনের ওয়ালপেপারও রয়েছে ।এই গ্যালারিতে গ্রাহকরা এলে তাদের কোন ধরনের রং বাড়ি-ঘরে ব্যবহার করা উচিত সে সম্পর্কে প্রথমে বিস্তারিত অবগত করানো হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য যে বাড়ি ঘরের রং এর ব্যবসা দিয়ে শুরু হল বিড়লা গ্রুপের রাজ্যের পথ চলা ।আগামী দিনে বিড়লা গ্রুপ রাজ্যে তাদের অন্যান্য ব্যবসাও শুরু করবে।