রাজ্যে ফের উগ্রপন্থা সৃষ্টি করা হলে কাউকে ছাড়া হবে না -মুখ্যমন্ত্রী

আগরতলা, Feb 12, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025
রাজ্যে ফের উগ্রপন্থার মদত যোগানো হলে কাউকেই ছাড়া হবে না। মঙ্গলবার নাম না করে বিরোধী রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে এমনটাই হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার জিরানিয়া মোটর স্ট্যান্ডে নতুন মোটরস্ট্যান্ডের ভুমি পূজন ও শিলান্যাস অনুষ্ঠানে এই কথা বলেন মুখ্যমন্ত্রী।
জিরানিয়ায় নতুন মোটর স্ট্যান্ড করবে পরিবহন দপ্তর। এই উপলক্ষে মঙ্গলবার জিরানিয়ায় নতুন মটর স্ট্যান্ডের ভূমি পূজা ও শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী ।অনুষ্ঠানে ভূমি পূজা এবং শিলান্যাস শেষে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে বিরোধীরা কিভাবে উগ্রপন্থা সৃষ্টি করা যায় তা নিয়ে তলে তলে চেষ্টা করছে। এই ক্ষেত্রে কারোর নাম উল্লেখ না করে মুখ্যমন্ত্রী বলেন, আমার কাছে সব খবর রয়েছে। তাদের হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন ,এবার উগ্রপন্থা শুরু করলে কাউকে ছাড় দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী বলেন ,বহু কষ্টে রাজ্যে শান্তির পরিবেশ সৃষ্টি করা হয়েছেএদিন জিরানিয়ার অনুষ্ঠান থেকেই আরো পাঁচটি স্থানে ভার্চুয়ালি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এবং পরিবহন দপ্তরের মন্ত্রিস সুশান্ত চৌধুরী। সংশ্লিষ্ট প্রকল্প গুলি রূপায়ণে মোট 40.57 কোটি টাকা ব্যয় হবে।