আগরতলা পুর নিগমের ৩৯ নং পুর ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলছে রাজ্যভিত্তিক ভলিবল প্রতিযোগিতা

আগরতলা, Feb 12, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025
আগরতলা পুর নিগমের ৩৯ নং পুর ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলছে রাজ্যভিত্তিক ভলিবল প্রতিযোগিতা। গীতা রানী দাস স্মৃতি দ্বিতীয় প্রাইজ মানি ভলিবল প্রতিযোগিতা এবার শুরু হচ্ছে আগামী ১লা মার্চ থেকে। চলবে ২রা মার্চ পর্যন্ত। দু'দিনব্যাপী এই আসর অনুষ্ঠিত এবার হবে অরুন্ধতীনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে। আসরের চ্যাম্পিয়ন দলকে ২০ হাজার টাকা এবং রানার্স দলকে ১০ হাজার টাকার প্রাইজমানি ও ট্রফি প্রদান করা হবে। কর্পোরেটর অলক রায়ের উদ্যোগে এবং প্রয়াতা গীতা রানী দেশের পরিবারের সদস্যদের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে আসর।
আসরে অংশগ্রহণ করতে ইচ্ছুক দলগুলোকে আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৫ ইং মধ্যে ৩৯ নং পুর ওয়ার্ডে এবং ভলিবল কোচ তাপস নাগের সাথে (৯৪৩৬১২৬৪৪৮) নম্বরে এবং শংকর ঘোষের সাথে (৯৭৭৪৩৯৮৬৯১) নম্বরে যোগাযোগ করে নিজেদের নাম নথিভুক্ত করবার জন্য আহ্বান জানানো হচ্ছে। আগরতলা পুর নিগমের ৩৯ নং পুর ওয়ার্ড কর্পোরেটর অলোক রায়ের পৌরহিত্যে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের সচিব বিমান দেব, তাপস নাগ, শংকর ঘোষ, ভবতোষ দাস সহ আরো অনেকে।