আন্দোলন সুরাহার পথ নয় ,এসটিজিটি ইস্যুতে বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

আগরতলা, Feb 11, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025
আন্দোলন সুরাহার পথ নয় ,এসটিজিটি ইস্যুতে বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী
আন্দোলন যেকোনো ইস্যুতেই সুরাহার পথ নয় ।মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে এসটিজিটি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই কথা জানান রাজ্য মন্ত্রিসভার মুখপাত্র তথা খাদ্য ,পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী ।তিনি বলেন, আজকে চাকরি দিলে পাঁচ বছর বাদে যে চাকরি শেষ হয়ে যাবে এমন চারটি মুখ্যমন্ত্রী দেন না ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর অনুমতি দেন না।
চাকরির দাবিতে কিছুদিন বাদেই নিরাপত্তার বহর ভেঙে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ধর্না দিচ্ছে এসটিজিটি কোয়ালিফাইড চাকরি প্রার্থীরা ।তাদের বক্তব্য, তাদের সবাইকে একসাথে নিয়োগপত্র দিতে হবে। আর এই দাবি জানাতেই তারা বারবার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ছুটে আসছেন ।কিন্তু মুখ্যমন্ত্রী তাদের কথা শুনছেন না ।
এই যখন চাকরি প্রার্থীদের বক্তব্য তখন, এসটিজিটি প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন রাজ্যমন্ত্রীসভার মুখপাত্র তথা খাদ্য, পরিবহন এবং পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মঙ্গলবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে এসটিজিটি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, আন্দোলন যেকোনো ইস্যুর সুরাহার পথ নয়। তিনি জানান, সংশ্লিষ্ট বিষয়টি মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার আওতাধীন ।তারপরও সরকারের মুখপাত্র হিসেবে তিনি বলেন, আমরা যখন চাকরি দেই ,সেই চাকরি যেন ভবিষ্যতে না যায় তা চিন্তা করে সব আইন-কানুন মেনেই চাকরি দেই ।মন্ত্রী আরো জানান ,আর যেন ১০৩২৩ না হয় সেটাই সরকারের মূল লক্ষ্য ।আজকে চাকরি দিলে পাঁচ বছর বাদে তা শেষ হয়ে যাক এমন চাকরি আমাদের মুখ্যমন্ত্রী দেন না, প্রধানমন্ত্রী এর অনুমতি দেন না। মন্ত্রী সুশান্ত চৌধুরী আরো বলেন ,আমরা যে চাকরি দেবো তাতে কোন প্রার্থীকে কখনো চাকরি হারাতে হবে না। আইন মেনেই সব ব্যবস্থা করা হবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।
সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে মন্ত্রী সুশান্ত চৌধুরী আরো বলেন ,সম্প্রতি রাজ্যে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে ।স্বচ্ছ ভাবে হয়েছে এই চাকরি মেলা ।পূর্বতন সরকারের সময়ে চাকরি নিয়ে অনেক মামলা হতো ।অনেক চাকরি চলেও যেত। বর্তমান সরকার যে চাকরি দিচ্ছে তার একটি ক্ষেত্রেও কেউ আইনের দ্বারস্থ হয়নি। কাউকে চাকরি হারাতে হয়নি