জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট টি এস ইউ'র ডেপুটেশন

আগরতলা, Feb 11, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025
জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট টি এস ইউ'র ডেপুটেশন :
তিন দফা দাবির ভিত্তিতে মঙ্গলবার উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল ট্রাইবেল স্টুডেন্টস ইউনিয়ন বা টি এস ইউ ।দাবি গুলি হলো ,যে সকল জনজাতি অংশের বিএড পড়ুয়া ছাত্রছাত্রীরা এখনো স্কলারশিপের ফর্ম পূরণ করতে পারেননি তাদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা, রাজ্যের সব জনজাতি হোস্টেল গুলোতে স্থায়ী হোস্টেল ওয়ার্ডেন নিয়োগ করা ,জনজাতি হোস্টেল গুলোতে ছাত্রছাত্রীদের জন্য হোস্টেল ফি দৈনিক ৮০ টাকা থেকে বৃদ্ধি করে ১৫০ টাকা করা । ডেপুটেশন প্রদান প্রসঙ্গে টি এস ইউ'র সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা এই সংবাদ জানান ।তিনি বলেন, রাজ্যে এখন এমনই জনজাতি দরদী সরকার চলছে যে, এই সময়ে জনজাতি অংশের ছাত্র-ছাত্রীরা প্রয়োজনীয় স্কলারশিপের অভাবে দিনের পর দিন শিক্ষা লাভ থেকে বঞ্চিত হচ্ছেন ।তিনি বলেন, জনজাতি ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের ফরম পূরণের পোর্টাল নভেম্বর মাস থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ এস সি এবং ওবিসি ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের জন্য আবেদনপত্র বা ফরম ফিলাপ করতে দেওয়া হচ্ছে। একই সরকারের এই ধরনের দুই মুখো নীতি নিয়ে তীব্র প্রতিবাদ জানান টি এস ইউর সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা।