জাগৃতি ২০২৫ কর্মসূচি ঘিরে ব্যাপক সাড়া পড়েছে- মন্ত্রী সুশান্ত চৌধুরী


newsagartala24.com Images

আগরতলা, Feb 11, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


জাগৃতি ২০২৫ কর্মসূচি ঘিরে ব্যাপক সাড়া পড়েছে- মন্ত্রী সুশান্ত চৌধুরী
 পরিবহন ও খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত জাগ্রতি 2025 কর্মসূচিতে মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ব্যাপক সাড়া পাওয়া গেছে ।মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী ।

সাংবাদিক সম্মেলনে মন্ত্রী আরো জানান ,এবছর রাজ্য সরকারের উদ্যোগে কৃষকদের কাজ থেকে ১৭ হাজার ৪৯৭ মেট্রিক টন ধান ন্যূনতম সহায়ক মূল্যে ক্রয় করা হয়েছে। সম্প্রতি রাজ্য সরকারের পরিবহন এবং খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে তিনটি বিষয়কে সামনে রেখে জাগৃতি ২০২৫ কর্মসূচি ঘোষণা করা হয় ।সড়ক নিরাপত্তা ,ভোক্তা সচেতন এবং ড্রাগস এই তিনটি বিষয়কে নিয়ে কলেজ এবং ইউনিভার্সিটি স্তরে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় ।১০ ফেব্রুয়ারি এই কর্মসূচির সমাপ্তি হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ।এই কর্মসূচি ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে বলে দাবি করলেন খাদ্য ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই প্রসঙ্গে মন্ত্রি সুশান্ত চৌধুরী জানান ,রাজ্যের ২৫টি ডিগ্রী কলেজ ,বি এড কলেজ ,এন আই টি ,আর্যভট্ট ইউনিভার্সিটি ,ইকফাই ইউনিভার্সিটি ,এমবিবি  ইউনিভার্সিটি ,ল ইউনিভার্সিটি এই কর্মসূচি গুলিতে অংশগ্রহণ করে । তিনি জানান 11 জানুয়ারি উদয়পুর এই কর্মসূচির সূচনা হয় ।১০ ফেব্রুয়ারি রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠান ছিল ।রাজ্যের প্রতি জেলায় আয়োজিত কুইজ প্রতিযোগিতা থেকে  প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীরা এই রাজ্য ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ।এই প্রতিযোগিতা ঘিরে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয় ।মন্ত্রী জানান ,এই সময়ে মানবসম্পদকে রক্ষা করাই সরকারের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য। এই লক্ষ্যকে সামনে রেখেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী আরো জানান, গত বছরগুলির মতো এবছরও কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করে সরকার ।গত ১৯ ডিসেম্বর এই ধান ক্রয় প্রক্রিয়া শুরু হয় ।৮ ফেব্রুয়ারি এই ধান ক্রয় প্রক্রিয়া সমাপ্ত হয় ।এই মরশুমে রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে ১৭ হাজার ৪৯৭ মেট্রিক টন ধান ক্রয় করেছে ।এতে মোট ৮ হাজার ৯২২ জন কৃষক উপকৃত হয়েছেন ।প্রতি কেজি ধানের ক্রয় মূল্য ছিল ২৩ টাকা। মোট 40 কোটি 25 লক্ষ টাকার ধান ক্রয় করা হয়েছে ।খাদ্যমন্ত্রী জানান, এখন পর্যন্ত 35 কোটি 62 লক্ষ টাকা কৃষকদের পেমেন্ট করা হয়েছে ।আগামী পাঁচ সাত দিনের মধ্যেই বাকি টাকা কৃষকদের একাউন্টে ঢুকে যাবে। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, আগামীতে  প্রতিটি স্কুলে এবং কলেজে জাগৃতি কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করা হবে ।জাগৃতি ২০২৫ কর্মসূচি সফল করায় উচ্চ শিক্ষা দপ্তর ,শিক্ষা দপ্তর, জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি।