প্রবোধ রঞ্জন দত্ত-‌র স্মরণে শোক সভা শুরু হলো র‌্যাটিং দাবা প্রতিযোগিতা


newsagartala24.com Images

আগরতলা, Apr 13, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


দ্বিতীয় রাউন্ড শেষে শীর্ষে রয়েছেন ২৩ জন দাবাড়ু। প্রবোধ রঞ্জন দত্ত স্মৃতি দ্বিতীয় বর্ষ রাজ্য অ্যামেচার রেটিং দাবা প্রতিযোগিতায়। রাজ্য দাবা সংস্থার উদ্যোগে এন এস আর সি সি-‌ র দাবা হল ঘরে শুরু হয় তিন দিনব্যাপী আসর শনিবার থেকে। এদিন প্রথম রাউন্ড শুরু হওয়ার আগে ত্রিপুরা রাজ্যের দাবার প্রাণ পুরুষ তথা সংগঠক এবং আরবিটার স্বর্গীয় প্রবোধ রঞ্জন দত্তের প্রয়াণে শোক সভা পালন করা হয়। এক মিনিট নিরবতা পালন ও পুস্প স্তবক প্রদানের মাধ্যমে শোকজ্ঞাপন করা হয়।  উপস্থিত ছিলেন রাজ্য দাবা সংস্থার সভাপতি অভিজিৎ মৌলিক সহ সংস্থার কর্তারা। পাশাপাশি উপস্থিত ছিলেন আসরের অংশ নেওয়ার দাবাড়ু এবং তাদের অভিভাবকরা। সংবাদ লেখা পর্যন্ত তৃতীয় রাউন্ডের খেলা শুরু হয়েছে। আপাতত দ্বিতীয় রাউন্ড শেষে ২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন রমেশ কলই, কিংশুক দেবনাথ, সাক্ষ্য সিনহা মোদক, অনুপম নাথ, মেহেদ্বীপ গোপ, সুমিত ধর, সোমরাজ সাহা, আরাধ্যা দাস, রুদ্রনীল দেবনাথ, প্রতিরূপ পাল, দিব্যজ্যোতি সরকার, অগ্রজিত পাল, অভিজিৎ চৌধুরী, দীপ্তনীল দেব, অভিনব নাথ, প্রজ্ঞান দাস, প্রসেনজিৎ নমঃশূদ্র, অর্ণব বর্মা, দত্ত মেগনাস, শুভ্রস্মিতা দাস, স্বস্তিক মজুমদার এবং অভ্রনীল দে। দেড় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ৬ জন দাবাড়ু। আসর পরিচালনা করছেন আন্তর্জাতিক আরবিটর অনুপম ভট্টাচার্য। রবিবার আরও তিন রাউন্ডের খেলা হবে। এবারের আসরে অংশ নিয়েছে ১০৫ জন দাবাড়ু।