বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘিরে উত্তেজনা

আগরতলা, Apr 13, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025
রাজধানীর আই জি এম হাসপাতালে বিদ্যুৎ সাড়াইয়ের কাজ করতে গিয়ে উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তাপস নম দাস নামে এক বেসরকারি সংস্থার বিদ্যুৎ কর্মী ।তাকে তড়িঘড়ি জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জিবি হাসপাতালে তার চিকিৎসা পরিষেবা চললেও পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় আহত বিদ্যুৎ কর্মী তাপস নম দাস কে বহিরাজ্যে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। অভিযোগ এই ক্ষেত্রে বেসরকারি বিদ্যুৎ সংস্থা দিল্লির ভীষণ প্লাস সিকিউরিটি প্রাইভেট লিমিটেডের আধিকারিকরা কোন ধরনের সক্রিয়তা দেখায়নি ।আরো অভিযোগ, অন্যান্য বিদ্যুৎ কর্মীদের চাপে পড়ে সংস্থার আধিকারিকরা শেষ পর্যন্ত রবিবার দুপুরে গুরুতর আহত তাপস নম দাস কে বহিরাজ্যে স্থানান্তরের কাগজ গ্রহণ করেন ।কিন্তু রবিবার দুপুর আড়াইটে নাগাদ জিবি হাসপাতালেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বিদ্যুৎ কর্মী তাপস নম দাস ।তাপস নম দাসের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই ভীষণ প্লাস সিকিউরিটি প্রাইভেট লিমিটেডের অন্যান্য অস্থায়ী বিদ্যুৎ কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় ।রবিবার বিদ্যুৎ কর্মীরা নিহত তাপস নম দাসের মরদেহ আনতে জিবি হাসপাতালে ছুটে যান। সেখানে বেসরকারি বিদ্যুৎ সংস্থা ভিশন প্লাস সিকিউরিটি প্রাইভেট লিমিটেডের আধিকারিকরা নিহত বিদ্যুৎ কর্মীকে শেষ শ্রদ্ধা জানাতে যান। আধিকারিকদের দেখেই উত্তেজনায় ফেটে পড়েন বিদ্যুৎ কর্মীরা ।তারা আধিকারিকদের উপর চরাও হন।তাদের মারধর করা হয়। এদিন ক্ষুব্দ এক বিদ্যুৎ কর্মী জানান, মৃত- তাপস নম দাসের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব সংস্থাকে নিতে হবে। কর্তৃপক্ষের চরম খামখেয়ালিপনার কারণেই তাপস নম দাসের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তিনি।এদিন খবর পেয়ে জিবি হাসপাতাল চত্বরে ছুটে যায় জিবি আউটপোস্টের পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ।এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার জিবি হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়।