সমাজের বিভিন্ন পেশার সাথে যুক্ত লোকদের সম্মাননা জ্ঞাপন লংতরাই পরিবারে পক্ষ থেকে


newsagartala24.com Images

আগরতলা, Feb 11, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


৩৫ তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা উপলক্ষ্যে  লংতরাই পরিবার প্রতিদিন কোনো না কোনো সামাজিক, সাংস্কৃতিক, ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিত্যদেরকে সম্মান জানিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারই মধ্যে একটি অন্যতম হচ্ছে গতকাল সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে লংতরাই স্টলের সামনে সমাজের বিভিন্ন পেশার সাথে যুক্ত লোকদের সম্মাননা জ্ঞাপন অর্থাৎ প্রতিদিন  যারা আমাদের বিভিন্নভাবে সাহায্য করে থাকে ও প্রতিনিয়ত আমাদের দরকার হয় অথচ তাদেরকে অনেকেই সম্মান দিতে আমরা কৃপণতা বোধ করি, তাদের মধ্যে অন্যতম দর্জি, হরিজন, কর্মকার, রিক্সাচালক, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, চর্মশিল্পী, মৎসজীবী ইত্যাদি বিভিন্ন পেশার সাথে জড়িত লোকজন। 

এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন আমতলীর বিবেকনগরস্থিত রামকৃষ্ণ মঠ ও মিশনের মাননীয় অধ্যক্ষ্য স্বামী হিতকামনন্দ মহারাজ মহোদয়, বিশেষ অতিথির আসন অলংকৃত করেন এলাকার মাননীয় বিধায়িকা শ্ৰীমতী মিনা রানী সরকার, এছাড়াও উপস্থিত ছিলেন লংতরাই পরিবারের সি.ই.ও. শ্রী ভবেশ দেবনাথ ও ডিরেক্টর শ্রী কৃষ্ণধন দেবনাথ মহোদয়গন। প্রধান অতিথি ওনার বক্তব্যে সবাইকে বলেন যে তারা যেন কখনো নিজের কাজকে ছোট মনে না করেন এবং মাথা উঁচু করে শ্রদ্ধার সহিত সৎপথে নিজের দায়িত্ব পালন করেন। মাননীয়া বিধায়িকা ওনার বক্তব্যে এই ধরনের ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের জন্য লংতরাই সংস্থাকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও কৃতজ্ঞতা জানান।  সংস্থার জেনারেল ম্যানেজার শ্রী সুব্রত দেবনাথ মহোদয় মাননীয় অতিথিদের এবং সমাজের কঠোর পরিশ্রমী শ্রমিকদের উজ্জ্বল  উপস্থিতির জন্য সহৃদয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন।  উক্ত অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গদের “প্রতীকী সম্মাননায়” সম্মানিত করা হয়েছে তাদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী দিপাল ঋষি দাস, চর্ম শিল্পী; শ্রীমতি আরতি মালাকার, সাফাই কর্মী; শ্রী আশেক আলী, দিন মজুর; শ্রী গোপাল দেব, রাজমিস্ত্রি; শ্রীমতি নাসিমা বেগম, দর্জি; শ্রী কার্তিক নমঃ, কলমিস্ত্রি; শ্রী হুমায়ুন মিঞা, রিক্সাচালক; শ্রী মহাদেব নমঃ, মৎসজীবী; শ্রী কাজল সরকার, কাঠমিস্ত্রি এবং শ্রী বিজন কর্মকার, কর্মকার।