অলিম্পিক সফরে ত্রিপুরায় ক্রীড়া বিষয়ক আলোচনা
আগরতলা, Jul 30, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
অলিম্পিক সফরে ত্রিপুরায়
ক্রীড়া বিষয়ক আলোচনা।।।।।।
মঙ্গলবার প্যারিসে নর্থইস্ট স্পোর্টস এসোসিয়েশনের সচিব তথা মেঘালয়ের অলিম্পিক অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট, জন এফ খারশিং- এর সঙ্গে ত্রিপুরা অলিম্পিক
অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায় একটি আলোচনা সভায় অংশ নেন।উক্ত সভায় আগামী ২০২৬ এ ত্রিপুরায় অনুষ্ঠিত হতে যাওয়া নর্থইস্ট গেমস নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়, যা নিয়ে ত্রিপুরা রাজ্য সরকার আগেই সম্মতি জানিয়েছিলেন। উক্ত সভায় নির্ধারিত হয় যে আগামী মাসের শেষের দিকে নর্থইস্ট অলিম্পিক এসোসিয়েশনের একটি পর্যবেক্ষক দল ত্রিপুরায় আসবেন এবং সার্বিক পরিস্থিতি ও পর্যাপ্ত পরিকাঠামো সরেজমিনে প্রত্যক্ষ করবেন। এ নিয়ে ক্রীড়া সংগঠক তথা ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায় খুব আশাবাদী, যে এই নর্থইস্ট গেমস ত্রিপুরার খেলাধুলার সার্বিক মান উন্নয়নের পাশাপাশি খেলোয়াড় এবং প্রতিযোগীদের উদ্বুদ্ধ করবে। প্যারিস থেকেই সুজিত রায় এ খবর বিস্তারিত জানিয়েছেন