জেলায় জেলায় ডক্টর ভিমরাও আম্বেদকর অভিযান সংঘটিত করবে বিজেপি

আগরতলা, Apr 10, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025
এবছর সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকর এর জন্ম জয়ন্তী বিশেষভাবে উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিজেপি দল। ১৩ এবং ১৪ এপ্রিল দুইদিন ব্যাপী হবে এই জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান। এর পাশাপাশি 15 থেকে 25 এপ্রিল পর্যন্ত জেলায় জেলায় ডক্টর ভিমরাও আম্বেদকর সম্মান অভিযান সংঘটিত করা হবে। বৃহস্পতিবার বিজেপি রাজ্য দপ্তরে সংবিধান প্রণেতা ডঃ ভীমরাও আম্বেদকর সম্মান অভিযান সেমিনারে এই কথা জানান তপশিলি জাতি মোর্চার রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক তথা লোকসভা সাংসদ ভোলা সিং সেমিনারে প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক ভগবান দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আগামী চৌদ্দ এপ্রিল দেশের সংবিধান প্রণেতা ডঃ ভিমরাও বাবাসাহেব আম্বেদকর জন্মজয়ন্তী। এবছর আম্বেদকর জন্মজয়ন্তী বিশেষভাবে পালন করার উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি। আম্বেদকর জন্মজয়ন্তী উদযাপনের প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার রাজধানীতে প্রদেশ বিজেপি কার্যালয়ে সংবিধান প্রণেতা ডঃ ভিমরাও আম্বেদকর সম্মান অভিযান সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারে উপস্থিত ছিলেন বিজেপির তপশিলি জাতি মোর্চার রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার সাংসদ ভোলা সিং ।এছাড়াও এই সেমিনারে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রদেশ সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান দাস সহ প্রদেশ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ ।এই সেমিনার প্রসঙ্গে ভারতীয় জনতা পার্টির তপশিলি জাতি মোর্চার রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার সাংসদ ভোলা সিং জানান, আম্বেদকর জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রথম পর্যায়ে দুই দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে ।
১৩ এপ্রিল সন্ধ্যায় বিজেপির কর্মী সমর্থকরা সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকর এর প্রতিকৃতি সাজিয়ে তুলবেন। ১৪ এপ্রিল সকালে আম্বেদকরের প্রতিকৃতিতে মালা ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর উপস্থিত সকলে মিলে সংবিধানের প্রস্তাবনা পাঠ করবেন ।অনুষ্ঠানে মিষ্টি বিতরণ করা হবে।