আম্বেদকরের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ছয়টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা হবে মেয়র দীপক মজুমদার

আগরতলা, Apr 10, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025
এবছর সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের ১৩৫ তম জন্ম জয়ন্তী বিশেষভাবে উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। সাত দিনব্যাপী হবে এই জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান ।রাজ্য সরকারের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে তপশিলি জাতি কল্যাণ দপ্তরকে নোডাল দপ্তর হিসেবে ঘোষণা করা হয়েছে। এরমধ্যে আগামী 14 এপ্রিল সকালে রেলি এবং ১৬ ও ১৭ এপ্রিল অনুষ্ঠিতব্য বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার দায়িত্ব পড়েছে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উপর ।এই রেলি এবং ক্রীড়া প্রতিযোগিতা সফল করে তুলতে বৃহস্পতিবার যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের কনফারেন্স হলে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় ।এই প্রস্তুতি বৈঠকে আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারকে চেয়ারম্যান করে একটি কমিটি গঠন করা হয় ।বৈঠকে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা এস বি নাথ সহ অন্যান্য আধিকারিকরা। এছাড়া বিভিন্ন ক্রীড়া সংগঠনের আধিকারিকরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, ১৪ এপ্রিল ডঃ বি আর আম্বেদকর এর জন্মদিনে রাজধানীতে এক বর্ণাঢ্য রেলির আয়োজন করা হবে। এই রেলিতে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধীন এনএসএস ,এন ওয়াই কে এবং স্কাউট এন্ড গাইডের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে ।পাশাপাশি ডঃ বি আর আম্বেদকর এর ১৩৫ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৬ ও ১৭ এপ্রিল রাজধানীর উমাকান্ত একাডেমী প্রাঙ্গনে ছয়টি ইভেন্টের উপর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই ইভেন্ট গুলি হল যথাক্রমে ফুটবল ,ট্যাগ অফ ওয়ার ,কবাডি ,ভলিবল, মিউজিক্যাল চেয়ার এবং যোগাসন। এদিন প্রস্তুতি কমিটির বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এই সংবাদ জানিয়েছেন।