সন্তোষ স্মৃতি লীগে জয়ের হ্যাট্রিকের লক্ষ্যে কসমোপলিটন আজ শতদলের মুখোমুখি।

আগরতলা, Apr 10, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025
কসমোপলিটন আগামীকাল জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে মাঠে নামছে। প্রতিপক্ষ শতদল সংঘ। পরপর দুই ম্যাচে যথাক্রমে মৌচাক ক্লাবকে ১৩০ রানে এবং পোলস্টার ক্লাব কে ৫ উইকেটের ব্যবধানে হারানোর পর কসমোপলিটন ক্লাবের খেলোয়াড়দের মনোবল যথেষ্ট তুঙ্গে। আগামীকাল লক্ষ্য রয়েছে শতদল সংঘকে পরাজিত করে জয়ের হ্যাটট্রিকের মধ্য দিয়ে লীগ তালিকার শীর্ষ স্থানটি অটুট রাখা। উল্লেখ্য, এপর্যন্ত টুর্নামেন্টের দু-দিনে ছ-টি ম্যাচের শেষে কসমোপলিটন ক্লাব পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সন্তোষ মেমোরিয়াল এ-ডিভিশন লীগ ক্রিকেটের তৃতীয় দিনে আগামীকাল মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে সকালে শতদল সংঘ ও কসমোপলিটন ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। উল্লেখ্য, কয়দিন আগে বিশেষ করে ২২ মার্চে সমীরন চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি সিনিয়র ক্লাব লীগে কসমোপলিটন পাঁচ রানের ব্যবধানে শতদল সংঘকে পরাজিত করেছিল। ওই ম্যাচে কসমোপলিটন প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে ১৭.৫ ওভারে ১১৬ রান সংগ্রহ করলে, জবাবে শতদল সংঘের ইনিংস গুটিয়ে যায় ১১১ রানে ৫ উইকেটের বিনিময়ে। চলতি ক্রিকেট মরশুমে আগামীকাল তাদের দ্বিতীয় সাক্ষাৎকার ঘটতে চলেছে। শতদল সংঘের ইচ্ছে রয়েছে কসমোপলিটনকে থামিয়ে চলতি টুর্নামেন্টে জয়ের ধারা অব্যাহত রাখা। কেননা, টুর্নামেন্টের প্রথম দিনে সোমবার শতদল সংঘ ৮৩ রানের ব্যবধানে চলমান সংঘকে পরাজিত করে জয়ের স্বাদ নিয়ে লীগ অভিযান শুরু করেছিল।