আগরতলা পাবলিক স্কুল আয়োজিত ম্যারাথনে সেরা সৌরভ, লক্ষ্মী রাণী
আগরতলা, Dec 31, 2023, ওয়েব ডেস্ক থেকে 23
আগরতলা পাবলিক স্কুল আয়োজিত ম্যারাথনে সেরা সৌরভ, লক্ষ্মী রাণী। সেরা হলো সৌরভ হোসেন এবং লক্ষ্মী রাণী দেববর্মা। আগরতলা পাবলিক স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত প্রাইজমানি ম্যারাথন প্রতিযোগিতায়রবিবার সকালে সাত ঘটিকায় পুরাতন আগরতলা ব্লকের সামনে থেকে বালকদের ৬ কি মি এবং বালিকাদের ৫ কিমি দৌড় হয়। বালক ই বিভাগে অংশ নেয় ৪২ জন অ্যাথলিট।
তাতে প্রথম ৭ টি স্থান দখল করে যথাক্রমে সাইয়ের সৌরভ হোসেন, রাণীরবাজার প্লে সেন্টারের মোবারক হোসেন, ত্রিপুরা স্পোর্টস স্কুলের আকাশ নাথ,নবগ্রামের আকাশ বর্মন, সাইয়ের প্রীতম দে, রাণীরবাজার প্লে সেন্টারের তনয় ভৌমিক এবং এ ডি নগর কোচিং সেন্টারের নিশান্ত মজুমদার। বালিকা বিভাগে অংশ নেয় ২৩ জন অ্যাথলিট। তাতে প্রথম ৭ টি স্থান দখল করে যথাক্রমে ত্রিপুরা স্পোর্টস স্কুলের লক্ষ্মীরাণী দেববর্মা, সাইয়ের অনামিকা দেবনাথ, ড: বি আর আম্বেদকর সেন্টারের অন্তরা ঘোষ, রাণীরবাজার প্লে সেন্টারের অর্জিতা সাহা, সাইযের ঝুলন রাণী দাস, সাইযের মৌমিতা শীল এবং এ ডি নগর সি সি-র জয়শ্রী সাহা। আসর শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন পঞ্চাযেত সমিতির চেয়ারন্যান বিশ্বজিৎ শীল, সমাজসেবক অমিত নন্দী এবং মাস্টার্স অ্যাথলেটিক্সে স্বর্ণপদক জয়ী মিতালী দেবনাথ উপস্থিত ছিলেন আগরতলা পাবলিক স্কুলে ডাইরেক্টর অরুণ নাথউপস্থিত ছিলেন তুষার সংঘ ক্লাবের কর্মকর্তা বৃন্দ আসরের দুই বিভাগের সেরা অ্যাথলিট পেয়েছে প্রাইজমানি বাবদ ৪ হাজার টাকা।
প্রতি বিভাগের ৭ জন করে অ্যাথলিটকে আর্থিক পুরস্কার দেওয়া হয়।