এক ষষ্ঠ শ্রেণীতে পঠরত ছাত্রীর মৃতদেহ জানিয়ে রাজ্যজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে
আগরতলা, Jan 21, 2025, ওয়েব ডেস্ক থেকে2025
বাধারঘাট স্থিত স্পোর্টস স্কুল থেকে উদ্ধার হয়েছে এক ষষ্ঠ শ্রেণীতে পঠরত ছাত্রীর মৃতদেহ জানিয়ে রাজ্যজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এখনও পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ কিছুই জানা যায়নি সব কিছুই রয়েছে রহস্যের চাদরে মোরা। অন্যদিকে মৃত্যুর সঠিক কারণ জানতে স্পোর্টস স্কুলে ছুটে যান বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা কথা বলেন প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এবং পরিবার পরিজন ও স্কুল পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের সাথে। পড়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ছাত্র প্রতিনিধিরা জানান যে ধরনের ঘটনা সংঘটিত হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এলিশা দেববর্মা নামে যে ছাত্রী টি প্রয়াত হয়েছে সে যথেষ্ট মেধাবী ছিল ফলে আত্মহত্যার মতো ঘটনা সে সংঘটিত করবে তা তার পরিবারও মেনে নিতে পারছে না। ফলে এই নিয়ে আরো সন্দেহের দানা বাঁধছে। হলে স্বাভাবিকভাবেই প্রশাসনের সাথে আলোচনার সময় এই বিষয়টি দাবি করা হয়েছে যেন অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করা হয় এমনকি সকল সিসিটিভি ফুটেজ গুলো যেন পুলিশ প্রশাসন সিস করে তার পুঙ্খনা পুঙ্খভাবে তদন্ত করে এবং মৃত্যুর আসল কারণ কি তা খুঁজে বের করে। মূলত দাবি একটি মৃতার পরিবার যেন বিচার পায় এবং এই ধরনের ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। অন্যদিকে হোস্টেল চত্বরে হাউস কমপ্লেক্স থাকার বিষয়টি নিয়ে আপত্তি তুলে ছাত্র প্রতিনিধিরা এবং সরকারের কাছে আবেদন জানান যেন এ বিষয়টি বিবেচনা করে দেখা হয় এবং অন্যত্র তা সরিয়ে নিয়ে যাওয়া হয় কারণ যেখানে ছাত্র-ছাত্রীরা হোস্টেলে থেকে পড়াশোনা করছে সেখানে হাউজিং কমপ্লেক্স থাকলে তা পড়াশোনার ক্ষেত্রে ব্যাঘাত নিঃসন্দেহে ঘটাবে। কোন দিকে এ ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে।