গজারিয়ায়৫ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ ধৃত ১ পাচারকারী
আগরতলা, Feb 04, 2025, ওয়েব ডেস্ক থেকে
গজারিয়ায়৫ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ ধৃত ১ পাচারকারী .
5 লক্ষাধিক টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট সহ এক নেশা পাচারকারীকে আটক করল এডি নগর থানার পুলিশ ।গজারিয়ার হিন্দু বাংলা সীমান্ত এলাকা
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিএসএফের সহযোগিতায় এক নেশা পাচারকারী কে আটক করলো এডি নগর থানার পুলিশ ।মঙ্গলবার দুপুরে এডি নগর থানাধীন গজারিয়ার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে এই নেশা পাচারকারীকে আটক করা হয়েছে ।মঙ্গলবার সকালে এডিনগর থানার পুলিশ গোপন সংবাদে খবর পায় ,গজারিয়া এলাকার দুই নেশা পাচারকারী বাংলাদেশে কিছু ইয়াবা ট্যাবলেট পাচারের উদ্দেশ্যে সক্রিয় রয়েছে ।এই সংবাদের ভিত্তিতে এডি নগর থানার পুলিশ বিএসএফের সহযোগিতায় গজারিয়ার সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় এমব্রুসে বসে ।দুপুরের দিকে এক যুবক একটি প্লাস্টিকের ব্যাগ হাতে নিয়ে সীমান্ত এলাকার দিকে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাকে আটক করে ।প্লাস্টিকের ব্যাগে তল্লাশি চালিয়ে ত্রিশটি ইয়াবা ট্যাবলেটের প্যাকেট উদ্ধার করে পুলিশ ।এই প্যাকেট গুলোতে ৬ হাজার ইয়াবার ট্যাবলেট ছিল ।এডি নগর থানার ওসি বিজয় দাস এই সংবাদ জানান ।তিনি জানান ,উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট গুলির বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা হবে।এডি নগর থানার পুলিশ আধিকারিক আরো জা
থেকে এই নেশা পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার এডি নগর থানার ওসি বিজয় দাস এই সংবাদ জানান। নান, এনডিপিএস ধারায় একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ।ধৃত অভিযুক্ত নেশা পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।