ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মাস্টার্স টেবিল টেনিস প্রতিযোগিতা সম্পন্ন


newsagartala24.com Images

আগরতলা, Feb 04, 2025, ওয়েব ডেস্ক থেকে


ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মাস্টার্স
টেবিল টেনিস প্রতিযোগিতা সম্পন্ন । শেষ হলো দ্বিতীয় বর্ষ ত্রিপুরা মাস্টার্স টেবিল টেনিস প্রতিযোগিতা। এন এস আর সি সি-‌র টেবিল টেনিস হল ঘরে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। ব্যাপক উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে। আসরে ৩৯ ঊর্ধ্ব পুরুষদের সিঙ্গেলসে ডা: প্রসেনজিৎ ঘোষ দোস্তিদার,  ডা: দ্বীপ দত্ত, ৪৯ ঊর্ধ্ব সিঙ্গেলসে ডা: শান্তনু দাশগুপ্ত, কাজল দে, ৫৯ বছর বিভাগে চঞ্চল চৌধুরী, সুজিত বণিক, মহিলাদের সিঙ্গেলসে শ্যামলী বণিক, জয়তি দত্ত , পুরুষদের ডাবলসে  ডা:  দ্বীপ দত্ত এবং প্রসেনজিৎ ঘোষ দোস্তিদার জুটি, চঞ্চল চৌধুরী এবং সুজিত বণিক জুটি, মিক্সড ডাবলসে আশিস চৌধুরী এবং জয়িতা দত্ত জুটি, প্রসেনজিৎ ঘোষ দোস্তিদার এবং শ্যামলী বণিক জুটি যথাক্রমে চ্যাম্পিয়ন এবং রানার্স হয়েছেন। সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট চিকিৎসক দ্বীপ দত্ত, শান্তনু দাশগুপ্ত, রাজীব রায়, ইলা পাল, জয়ন্ত মজুমদার, দেব দত্ত, গৌতম হাজারিকা এবং অজয় দত্ত। আসরে মোট ৩০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিলেন।