এনএসআরসিসি জুডো হলে অনুষ্ঠিত হয় একদিনের রাজ্যভিত্তিক স্কুল কোরাস সিলেকশন ট্রায়াল


newsagartala24.com Images

আগরতলা, Dec 16, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের  উদ্যোগে সোমবার আগরতলা এনএসআরসিসি জুডো হলে অনুষ্ঠিত হয় একদিনের রাজ্যভিত্তিক স্কুল কোরাস সিলেকশন ট্রায়াল।এই সিলেকশন ট্রায়ালে রাজ্যের আটটি জেলা থেকে ১০৯ জন ছেলে মেয়ে অংশগ্রহণ করে। এদিনের এই দল গঠন শিবিরে  উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য কোরাস এসোসিয়েশনের সভাপতি তথা মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক।এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ, যুগ্ম সচিব স্বপন সাহা, ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব অপু রায়, ত্রিপুরা রাজ্য কোরাস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি দ্বীপায়ন চৌধুরী , রত্না দেবনাথ ত্রিপুরা রাজ্য কুরাশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাহুল ভট্টাচার্য সহ বিভিন্ন জেলা থেকে আগত কোচ ও প্রতিনিধিরা। দল গঠন শিবির থেকে নির্বাচিত খেলোয়ারদের নিয়ে আগামী দিন দশ দিনের একটি ক্যাম্প হবে। প্রসঙ্গত আগামী ২- ৬ জানুয়ারি ছত্রিশগড়ের রায়পুরে অনুষ্ঠিত হবে স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া আয়োজিত স্কুল ন্যাশনাল কুরাস চ্যাম্পিয়নশিপ। রাজ্য কুরাশ এসোসিয়েশনের সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায় ও ত্রিপুরা স্কুল বোর্ড, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল আশাবাদী ছত্রিশগড়ের ত্রিপুরা ছেলে মেয়েরা ভালো ফলাফল করে রাজ্যের নাম উজ্জ্বল করবে।