কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন হলো টাকারজলা দ্বাদশ।


newsagartala24.com Images

আগরতলা, Feb 04, 2025, ওয়েব ডেস্ক থেকে


কাজl স্মৃতি ফুটবলে সর্বশেষ এন্ট্রি নিয়ে চমক টাকারজলা দ্বাদশের, ত্রিপুরা স্পোর্টস স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা ঘরে তুললো ওকেনের ছেলেরা। শেষ মুহূর্তে এন্ট্রি। এন্ট্রি নিয়েই চমক লাগিয়ে দিলো এই দল।টি এফ এ পরিচালিত  কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন হলো টাকারজলা দ্বাদশ। রানার্স আপ ত্রিপুরা স্পোর্টস স্কুল। মঙ্গলবার উমাকান্ত ময়দানে রোমাঞ্চকর ফাইনালে জাফরের হ্যাট্রিকে এই সফলতা অর্জন করলো টাকারজলা দ্বাদশ স্কুল।  টুর্নামেন্টের সেরা স্কোরার হলেন টাকারজলা স্কুলের জাফর দেববর্মা। ফেয়ার প্লে ট্রফি পেলো সুখময় দ্বাদশ শ্রেণী স্কুল।  ফাইনাল ম্যাচে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন টিসিএর সভাপতি তপন লোধ, টি এফ এর সভাপতি প্রণব সরকার,

টাকারজলা দ্বাদশের প্রধান শিক্ষিকা সহ টি এফ এর প্রতিনিধিরা। ম্যাচের শুরুতে অতিথিরা দু দলের ফুটবলারদের সাথে পরিচিত হলেন। ফাইনাল ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুলকে একদমই ছন্দে দেখা যায় নি। যার সুবাদে টাকারজলা দ্বাদশ ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে দিলো স্পোর্টস স্কুলকে। এদিকে ম্যাচের বিরতিতে অতিথিদের উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে অভিবাদন জানানো হলো। তপন লোধকে অভিবাদন জানালেন টি এফ এর সভাপতি প্রণব সরকার। অপরদিকে টাকারজলা স্কুলের প্রধান শিক্ষিকাকে অভিবাদন জানালেন টুর্নামেন্ট কমিটির  চেয়ারম্যান অমিত দেব। ফাইনাল ম্যাচের পর চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও কুড়ি হাজার টাকা এবং রানার্স দলের হাতে ট্রফি ও ১০ হাজার টাকার আর্থিক সম্মান তুলে দিলেন অতিথিরা।