কেরলে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৩; সর্বদলীয় বৈঠক করলেন পিনারাই, বীনা বললেন ৪ জন সঙ্কটজনক
Agartala, Oct 30, 2023, ওয়েব ডেস্ক থেকে
তিরুবনন্তপুরম, ৩০ অক্টোবর : কেরলের এর্নাকুলাম জেলার কালামাসেরি এলাকায় একটি কনভেনশন সেন্টারে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩। সোমবার ভোররাতে মৃত্যু হয়েছে ১২ বছর বয়সী একটি মেয়ের, এর্নাকুলাম জেলার মালায়াতুরের বাসিন্দা লিবিনা নামে পরিচিত ওই মেয়েটি সোমবার ভোররাতে কালামাসেরি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যায়। এরপরই মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩। উল্লেখ্য, রবিবার সকালে কালামাসেরি জামরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার ও প্রদর্শনী কেন্দ্রের বিস্ফোরণ হয়, বিস্ফোরণের পর আগুনও ধরে যায়। কনভেশন সেন্টারে বিস্ফোরণের ঘটনায় সোমবার সকালে সর্বদলীয় বৈঠক করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিরুবনন্তপুরমে সচিবালয়ের মুখ্যমন্ত্রী কনফারেন্স হলে এই সর্বদলীয় বৈঠকের পৌরহিত্য করেন পিনারাই বিজয়ন।
এদিকে, কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ সোমবার সকালে বলেছেন, “বিভিন্ন হাসপাতালে ১৭ জন চিকিৎসাধীন রয়েছেন, তাঁদের মধ্যে ১২ জন আইসিইউ-তে রয়েছেন, ৪ জন গুরুতর অসুস্থ, তাঁদের মধ্যে ৩ জন ভেন্টিলেটরে রয়েছেন। আমরা সম্ভাব্য সবরকম সহযোগিতা করছি। যারা গুরুতর অসুস্থ তাঁদের শরীরের ৫০-৬০ শতাংশের বেশি পুড়ে গিয়েছে… চারজন গুরুতর অসুস্থ, বাকিরা প্রায় স্থিতিশীল। সবারই শরীরের নানা অংশ পুড়ে গিয়েছে, কিন্তু অন্য কোনও আঘাত পাওয়া যায়নি। পুলিশ তদন্ত করুক, সব প্রশ্নের জবাব দেবে।” বীনা জর্জ আরও বলেছেন, “গত রাতেও মানুষ ক্যাজুয়ালটি ওয়ার্ডে আসছিল, একজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল… আমরা একটি হেল্পলাইন শুরু করেছি এবং আমরা ১৪৩টি ফোনকল পেয়েছি… বর্তমানে অগ্রাধিকার হল প্রাণ বাঁচানো।”