কেরলে ৪ জনের দেহে নিপা ভাইরাসের হদিশ


newsagartala24.com Images

Agartala, Sep 13, 2023, ওয়েব ডেস্ক থেকে


তিরুবনন্তপুরম, ১৩ সেপ্টেম্বর : কেরলে ৪ জনের দেশে নিপা ভাইরাসের সন্ধান মিলেছে। পরিস্থিতি পর্যালোচনা করতে তিনটি কেন্দ্রীয় দল কেরল যাচ্ছে। এ বিষয়ে বুধবার কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ বলেছেন, “এনআইভি পুণের একটি দল মোবাইল ল্যাব স্থাপনের জন্য আজ সন্ধ্যায় কোঝিকোড়ে পৌঁছবে। এনআইভি পুণে থেকে আরেকটি দল বাদুড়ের সমীক্ষার জন্য পৌঁছবে। চেন্নাই থেকে মহামারী বিশেষজ্ঞদের একটি দল সমীক্ষার জন্য পৌঁছেছে। সংক্রমণ ঠেকাতে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য বিভাগ। এই মুহুর্তে স্বাস্থ্য বিভাগের অগ্রাধিকার হল আরও বেশি মানুষকে সংক্রামিত হওয়া থেকে বিরত রাখা এবং মানসিক সহায়তা-সহ চিকিৎসার ব্যবস্থা করা।”

বুধবার কেরল বিধানসভায় স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ বলেছেন, “এর আগের দিন রাতে, স্বাস্থ্য দফতর একটি উচ্চ-পর্যায়ের বৈঠক করেছিল এবং সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা কোঝিকোড়ে গিয়েছিলেন। প্রোটোকলের ভিত্তিতে, ১৬টি কমিটি গঠন করা হয়েছে… কোঝিকোড় মেডিকেল কলেজে ৭৫টি কক্ষ প্রস্তুত করা হয়েছে। কোঝিকোড় জেলার দু’টি কেন্দ্র এবং এর চারপাশের পাঁচ কিলোমিটার ব্যাসার্ধকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।”