চন্দ্র স্মৃতি লীগের ম্যাচ ফের ড্র টাউনকে রুখলো জুয়েলস অ্যাসোসিয়েশন।
আগরতলা, Sep 03, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
চন্দ্র স্মৃতি লীগের ম্যাচ ফের ড্র
টাউনকে রুখলো জুয়েলস অ্যাসোসিয়েশন।।।।।।।
ফের লীগের ম্যাচ ড্র-তে নিষ্পত্তি। এবার টাউন ক্লাব বনাম জুয়েলস অ্যাসোসিয়েশনের ম্যাচ। একটু ঘুরিয়ে বললে বলা যায় টাউনকে রুখে দিয়েছে জুয়েলস। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত শ্যামসুন্দর কোং
জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল এ ডিভিশন লিগ ফুটবলের পঞ্চম দিনের প্রথম খেলায় টাউন ক্লাব ও জুয়েল এসোসিয়েশনের ম্যাচটি গোলশূন্য ড্র-তে নিষ্পত্তি হয়েছে। ৯০ মিনিটের খেলায় আক্রমণ প্রতি আক্রমণের কোনও ঘাটতি ছিল না। উপরন্ত খেলায় অসদাচরণের দায়ে দু-দলের তিনজনকে রেফারি কর্তৃক হলুদ কার্ড দেখতে হয়েছে। তবে জয়সূচক গোলের সন্ধান কেউ পায় নি। নিছক অর্থে দর্শকরা এক প্রকার হতাশ হয়েছেন বলা চলে। গোল না হওয়ার চেয়েও গোল করার মত এরকম পরিস্থিতি তেমন কেউ সৃষ্টি করতে পারেনি।
উল্লেখ্য, টাউন ক্লাব প্রথম খেলায় ফ্রেন্ডস ইউনিয়নের বিরুদ্ধে দুই গোলে জয়ী হয়ে প্রথম জয়ের স্বাদ পেয়ে ৩ পয়েন্ট পেয়েছিল। আজ ড্র ম্যাচের সুবাদে আরও ১ পয়েন্ট পেলো। এদিকে, জুয়েলস অ্যাসোসিয়েশন প্রথম ম্যাচে ব্লাড মাউথের কাছে ন্যূনতম গোলে হেরে পয়েন্ট খুয়ালেও আজ, মঙ্গলবার টাউন ক্লাবকে একপ্রকার রুখে দিয়ে প্রথম পয়েন্ট অর্জন করতে পেরেছে। এর মধ্যেও একটু গুছিয়ে খেলার স্বীকৃতি স্বরূপ টাউন ক্লাবের অধিনায়ক রতন কিশোর জমাতিয়া পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব। বলাবাহুল্য, টাউন ক্লাবের অপজিৎ ত্রিপুরা ও জ্যাক মহানামা এবং জুয়েল এসোসিয়েশনের কর্ণ কলৈই কে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি পল্লব চক্রবর্তী, টিংকু দে, অসীম বৈদ্য ও বিপ্লব সিংহ।