চিকিৎসা পরিষেবা প্রদানে নার্সদের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: মুখ্যমন্ত্রী


newsagartala24.com Images

আগরতলা, Jan 31, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


যেকোন স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসা পরিষেবা প্রদানে নার্সদের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নার্সিং কর্মীদের উপরই সেই স্বাস্থ্য প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি নির্ভর করে। তাই রোগী ও রোগীর পরিবারের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে বিশেষ গুরুত্ব দিতে হবে নার্সদের। 

শুক্রবার আমতলি বাইপাস রোড সংলগ্ন এলাকায় নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সের নতুন একাডেমিক এবং হোস্টেল বিল্ডিংয়ের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। 

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে নিরন্তর কাজ করে চলছে রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যে দুটি মেডিকেল কলেজ, একটি ডেন্টাল কলেজ, নার্সিং কলেজ সহ বিভিন্ন স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের কারণে বর্তমানে রাজ্যে নিউরো সার্জারি সহ বিভিন্ন জটিল অপারেশন করা সম্ভব হচ্ছে। এর পাশাপাশি রাজ্যে কিডনি প্রতিস্থাপন চালুর পর লিভার সহ বিভিন্ন অঙ্গ প্রতিস্থাপনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে আগামীদিনে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান আরো বৃদ্ধি পাবে।