জমজমাট গতিতে চলছে কাজল স্মৃতি ফুটবল।


newsagartala24.com Images

আগরতলা, Jan 31, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


কাজল সমৃতি স্কুল ফুটবলে শুক্রবার প্রথম তিনটি ম্যাচ বেশ জমজমাট হলো। এতে প্রথম ম্যাচে জয়লাভ করে টাকারজলা দ্বাদশ। তারা ৮-০ গোলের ব্যবধানে হারিয়ে দিলো অরবিন্দ সংঘকে। দ্বিতীয় ম্যাচে   ত্রিপুরা স্পোর্টস স্কুল ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে দিলো টি আই এস এফ দলকে। তৃতীয় ম্যাচে  মধুবন কাঁঠালতলী স্কুল ৭-০ গোলের ব্যবধানে হারিয়ে দিলো প্রণবানন্দ স্কূলকে।  চতুর্থ ম্যাচে জয়লাভ করলো আসাম রাইফেলস স্কুল।  তারা ৩-০ গোলের ব্যবধানে  হারিয়ে দিলো স্বামী বিবেকানন্দ ক্লাবকে। ম্যাচগুলো সব কয়টি হলো উমাকান্ত ময়দানে।