ক্রীড়া দপ্তরের ২১ কর্মীর অবসর।।।।।


newsagartala24.com Images

আগরতলা, Jan 31, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


শুক্রবার অর্থাৎ ৩১ জানুয়ারী যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের ১৯ জন শারীর শিক্ষক শিক্ষিকা এবং ২জন করনিক সহ ২১জনের সুদীর্ঘ্য কর্মজীবনের সমাপ্তি ঘটল। পশ্চিম জেলা সদরের সাত জন ও মোহনপুরের দুই জন। বাকিরা মফঃস্বলের  তেলিয়ামুড়া, উদয়পুর, শান্তির বাজার,সাব্রুম, সোনামুড়া ও কৈলাশহর থেকে অবসর নেন। ফুটবলের বিশ্বজিৎ পাল, কৃষ্ণ জমাতিয়া, সুজন সরকার, প্রদীপ দাস ও বেনু দেব। জিমন্যাস্টিক্স এর মেনকা রানী দাস, সাঁতারের বাবুল চন্দ্র দাস, ভলিবলের তাপস নাগ, ক্রিকেটের মানিক কাজী, টেবিল টেনিসের সম্পা বন্দোপাধ্যায়, বাস্কেট বলের অশোক পাল, অভিজিৎ দাস ও মকরধ্বজ আলী। খোখো র বীজন দেব রায়, নিখিল দাস এবং শোভা দেব। অ্যাথলেটিক্স এর আব্দুল গনি, বিপুলা বৈদ্য তাছাড়া বেনু দেব ও বহুবার জাতীয় আসরে অংশ  নিয়েছিলেন এই গেইমে। তারা কেউ ১৯৮৯, ১৯৯১ ও ১৯৯৭সালে শারীর শিক্ষক হিসেবে এবং করনিকরা ১৯৮৭সালে চাকুরিতে যোগ দিয়েছিলেন। বিভিন্ন ময়দানে বহু খেলোয়াড় তৈরী করেছেন তারা। কৈলাশহরস্থিত ঊনকোটি জেলা ক্রীড়া দপ্তর থেকে প্রধান করনিক শিবু নম পশ্চিম জেলার রাজ্য ক্রীড়া পর্ষদ থেকে প্রধান করনিক ভ্রমর চক্রবর্তী অবসর নেন আজ বিকেলে।তারা প্রত্যেকেই স্ব স্ব জায়গায় দক্ষতার সাথে কাজ করে গেছেন।
বিদায় লগ্নে অবসরে যাওয়া সকল সহ কর্মীদের বিদায় শুভেচ্ছা ও সুস্বাস্থ্য কামনা করেন দপ্তরের শারীর শিক্ষক প্রনব অখণ্ড ও বিভিন্ন জেলার আধিকারিকরা।