রাজ্য সম্মেলন থেকে ৬০ সদস্যের নতুন রাজ্য কমিটি গঠন করল সিপিআইএম


newsagartala24.com Images

আগরতলা, Jan 31, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


রাজ্য সম্মেলন থেকে ৬০ সদস্যের নতুন রাজ্য কমিটি গঠন করল সিপিআইএম  সিপিআইএম রাজ্য কমিটির ২৪ তম সম্মেল থেকে ষাট সদস্যের নতুন রাজ্য কমিটি গঠন করা হয়েছে ।এছাড়া কমিটিতে দুজন আমন্ত্রিত সদস্য রয়েছেন ।রাজ্য কমিটির সকল সদস্যদের বিশেষ অনুরোধের ভিত্তিতে কমিটিতে সিপিআইএম পলিটব্যুরো  সদস্য মানিক সরকার কে রাখা হয়েছে। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান দলের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।সিপিআইএম দলের ২৪ তম রাজ্য সম্মেলন শুক্রবার বিকেলে সমাপ্ত হয়েছে ।রাজ্য সম্মেলন থেকে ষাট সদস্যের নতুন রাজ্য কমিটি গঠন করা হয়েছে, ।এদিন রাজ্য সম্মেলন শেষে সিপিআইএম রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান দলের রাজ্য সম্পাদক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সাংবাদিক সম্মেলনে জিতেন্দ্র চৌধুরী জানান ,গত ১ সেপ্টেম্বর থেকে এই রাজ্য সম্মেলনের প্রক্রিয়া শুরু হয়েছে ।এই প্রক্রিয়ার প্রথম ধাপে চার হাজার শাখা সম্মেলন অনুষ্ঠিত হয় ।৩০০ টি অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় ।এরপর ২৪টি সাংগঠনিক মহাকুমা কমিটির সম্মেলন এবং আটটি জেলা সম্মেলনের পর 29 জানুয়ারি প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হয় রাজ্য সম্মেলন ।তিনি আরো জানান ,তিন দিনের রাজ্য সম্মেলনে গত তিন বছরের লিখিত প্রতিবেদন পেশ করা হয় ।এই প্রতিবেদনের উপর ৫১ জন প্রতিনিধি বিভিন্ন দিক থেকে বক্তব্য পেশ করেন ।তিনি জানান ,সম্মেলন থেকে ষাট সদস্যের নতুন রাজ্য কমিটি গঠন করা হয়েছে ।এর মধ্যে 14 জন কে নিয়ে সম্পাদক মন্ডলী গঠন করা হয়েছে। এছাড়া রাজ্য কমিটিতে দুজন বিশেষ আমন্ত্রিত সদস্য নির্বাচন করা হয়েছে ।এই দুইজন আমন্ত্রিত সদস্যরা হলেন যথাক্রমে নারায়ণ কর এবং পবিত্র কর।সিপিআইএম রাজ্য সম্পাদক আরো জানান ,দলের নতুন গঠনতন্ত্র অনুসারে ৭৫ বছরের উপর হলে কোন কমিটির সদস্য হতে পারেন না ।কিন্তু রাজ্য কমিটির সদস্যদের মধ্যে প্রথম নামটি রয়েছে মানিক সরকারের। তার বয়স ৭৫ বছর পেরিয়ে গেছে ।তিনি রাজ্য কমিটিতে না থাকতে চাইলেও রাজ্য কমিটির সকল সদসদের বিশেষ অনুরোধক্রমে মানিক সরকারকে রাজ্য কমিটিতে রাখা হয়েছে বলে জানান তিনি। সিপিআইএম রাজ্য সম্পাদক আরো জানান, সম্মেলন থেকে আসন্ন পার্টি কংগ্রেসের জন্য ৪০ জন প্রতিনিধি এবং দুজন পর্যবেক্ষক নির্বাচন করা হয়েছে।