ছত্তিশগড়ে বিজেপির পরিবর্তন রথযাত্রা আগামীকাল দান্তেওয়াড়া থেকে শুরু করবেন অমিত শাহ


newsagartala24.com Images

Agartala, Sep 11, 2023, ওয়েব ডেস্ক থেকে


রায়পুর, ১১ সেপ্টেম্বর : ছত্তিশগড়ে মঙ্গলবার থেকে শুরু হবে বিজেপির পরিবর্তন রথযাত্রা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দান্তেওয়াড়া থেকে এটি শুরু করবেন। সোমবার এই রথের পুজো করা হয়। সোমবারের এই পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য ইনচার্জ ওম মাথুর, বিজেপির আঞ্চলিক সংগঠনের সাধারণ সম্পাদক অজয় জামওয়াল, সংগঠনের সাধারণ সম্পাদক পবন সাই প্রমুখ। অমিত শাহ, বস্তরের আরাধ্য দেবী মা দন্তেশ্বরীর দর্শনের পর পরিবর্তন রথযাত্রার পতাকা উড়িয়ে বিধানসভা নির্বাচনের জন্য শঙ্খ বাজিয়ে দেবেন। বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা যশপুরের পরিবর্তন রথযাত্রা ১৫ সেপ্টেম্বর উদ্বোধন করবেন। দান্তেওয়াড়ায় এই কর্মসূচির সমন্বয়কারী হলেন মন্ত্রী মহেশ গাগদা। তিনি জানান, রথের ছাদে একটি মঞ্চ রয়েছে। মঞ্চে পৌঁছোনোর জন্য একটি স্বয়ংক্রিয় সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে। জেলা সদরের হাইস্কুল মাঠে শাহের জনসভা অনুষ্ঠিত হবে।

বিজেপির রাজ্য সভাপতি অরুণ সাও জানিয়েছেন, এই যাত্রার প্রথম পর্ব শুরু হবে দান্তেওয়াড়া থেকে বিলাসপুর পর্যন্ত। ১৬ দিন ধরে চলবে এই যাত্রা। যাত্রাটি প্রায় ১ হাজার ৭২৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। বিভিন্ন বিধানসভা কেন্দ্রে প্রায় ৪৫টি জনসভা, ৩২টি স্বাগত সভা এবং ৫টি রোড শো সম্পন্ন করার কর্মসূচি রয়েছে ভারতীয় জনতা পার্টির।