ছাত্রছাত্রীরা এই সুশাসনের যুগে চূড়ান্ত তালবাহানা শিকার


newsagartala24.com Images

আগরতলা, Dec 27, 2023, ওয়েব ডেস্ক থেকে 23


রাজ্যের প্রায় সর্বত্র ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে প্রতি ঘরে সুশাসন। কিন্তু রাজ্যের ছাত্রছাত্রীরা এই সুশাসনের যুগে চূড়ান্ত তালবাহানা শিকার। ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে দপ্তরের গাহেলামি মনোভাবের কারণে। শিক্ষক নিয়োগের জন্য বিগত বেশ কয়েক মাস ধরে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে পরীক্ষার্থীরা। তবে এবার সেই শিক্ষা ক্ষেত্রে যুক্ত ছাত্রছাত্রীরাই ফের এক নতুন কারণে আন্দোলনে সামিল হয়েছে।

বুধবার বি এড পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা স্কলারশিপের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সামনে । সময় মত যদি তাদের স্কলারশিপ মিটিয়ে দেওয়া হতো, তাহলে আজ তাদের আন্দোলন করতে হয় না।। তবে যতক্ষণ না তাদের দাবি মানা হবে। তারা এই বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানা যায়। বিএড উত্তীর্ণ এক ছাত্র সংবাদ মাধ্যমের সামনে জানান, অনেক ধারদেনা করে তারা বিএড কোর্স সম্পূর্ণ করেছে। তারা এখন ঋণগ্রস্ত। ন্যায্য প্রাপ্য কলারশিপের টাকা পাওয়ার জন্য, তারা বারবার আবেদন নিবেদন করেও কোন কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ করেন। তিনি আরো বলেন, ওবিসি এবং তপশিলি উপজাতি ভুক্ত বিএড উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা, যথারীতি তাদের স্কলারশিপের টাকা পেয়ে গেছেন। তাহলে তপশিলি ভুক্ত ছাত্র-ছাত্রীদের কি অপরাধ ? তিনি আরো অভিযোগ করেন, এসি ওয়েলফেয়ারের তাল বাহানা এবং একাংশ মুখোশধারী কর্মচারীর কারণে, তপশিলি জাতি বিএড উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা আজ চরম ভোগান্তির শিকার।