জয়ের ধারা অব্যাহত রামকৃষ্ণ ক্লাবের


newsagartala24.com Images

আগরতলা, Aug 31, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023


।জয়ের ধারা অব্যাহত রেখেই এগুচ্ছে রাখাল শীল্ড টুর্নামেন্টে রানার্স খেতাব জয়ী রামকৃষ্ণ ক্লাব। প্রথম ম্যাচে ফ্রেন্ডস ইউনিয়নকে ৫-১ গোলে হারানোর পর সঞ্চিত মনোবল আরও তুঙ্গে তুলে নিয়েছে আজ জুয়েলস এসোসিয়েশন কে ২-০ গোলে হারিয়ে। দুই অর্ধে দুই গোল তবে দুই অর্ধে দু'দলের ছয়জনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করার মধ্য দিয়ে রেফারি খেলাটাকে অনেকটা নিয়ন্ত্রিতভাবে শেষ করতে পেরেছেন। ৯০ মিনিটে দুই গোলের ম্যাচে ছয়টি হলুদ কার্ড নেহাৎ কম নয়।

যে-কোনও মুহূর্তে এক বা একাধিক খেলোয়ার লাল কার্ড দেখে মাঠ থেকে বের হলেও অবাক হওয়ার কিছু থাকতো না। পক্ষান্তরে জুয়েলস এসোসিয়েশন লাগাতর তিন ম্যাচে হেরে অনেকটা পিছিয়ে পড়েছে বলা চলে। জুয়েলস এসোসিয়েশনের দল গঠনে কিছুটা খামতি রয়েছে বলে বিশেষজ্ঞদের অভিমত। প্রথম ম্যাচে ত্রিবেণী সংঘের কাছে ১-২ গোলে, দ্বিতীয় ম্যাচে ফরওয়ার্ড ক্লাবের কাছে ১-৩ গোলে হারের পরও আজ তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর কোন সুযোগ পায়নি।

ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবলের নবম ম্যাচে আজ রামকৃষ্ণ ক্লাব ২-০ গোলে জুয়েলস এসোসিয়েশনকে পরাজিত করে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে। প্রথমার্ধের ৮ মিনিটে এন থাওয়াম সিং-এর গোল এবং ৭৭ মিনিটের মাথায় এল আর সিং এর গোল রামকৃষ্ণ ক্লাবকে জয় এনে দিয়েছে। ‌ জুয়েলস-এর মাঝমাঠ এবং আক্রমণ ভাগের ছেলেরা একাধিক দলের তিনজন করে ছয় জনকে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সত্যজিৎ দেব রায়, অরিন্দম মজুমদার, আদিত্য দেববর্মা ও শিবজ্যোতি চক্রবর্তী। দিনের ‌ খেলা ফরোয়ার্ড ক্লাব ও ফ্রেন্ডস ইউনিয়ন, বিকেল সাড়ে তিনটায়, উমাকান্ত মিনি স্টেডিয়ামে।
বার আক্রমণে উঠে আসলেও গোল পরিশোধের কোনও সুযোগ পায়নি