জাতীয় স্কুল বালিকাদের জুডো প্রতিযোগিতায় তানিয়া-র স্বর্ণ, দিরিংয়ের রৌপ্য পদক জয়
আগরতলা, Dec 13, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
সোনার মেয়ের হাত ধরে প্রথম স্বর্ণ পদক পেলো ত্রিপুরা। উদয়পুরের বিবেকানন্দ জুডো সেন্টারের ছাত্রী তানিয়া দাস আবার ত্রিপুরার মুখ উজ্জ্বল করলো। প্রত্যাশতিভাবেই দখল করলো স্বর্ণ পদক। ৬৮ তম জাতীয় স্কুল অনূর্ধ্ব-১৭ জুডো প্রতিযোগিতার ৪৮ কেজি বিভাগে। এন এস আর সি সি-র জিমন্যাসিয়াম হলে আসরের প্রথম দিন ত্রিপুরার দখলে ছিলো দুটি ব্রোঞ্জ পদক। শুক্রবার দ্বিতীয় দিনে সকলের নজর ছিলো তানিয়া-র দিকে। অনূর্ধ্ব-৪৮ কেজি বিভাগে। আসরের প্রথম বাউট থেকেই তানিয়া ছিলো অপ্রতিরোধ্য। সেমিফাইনালে দিল্লির জিভিকা তোকাশকে পরাজিত করার পর ফাইনালে মধ্যপ্রদেশের ভাবনা জোশীকে পরাজিত করে ত্রিপুরাকে কাঙ্খিত স্বর্ণ পদকটি এনে দেয়।
ওই বিভাগে ভাবনা রৌপ্য এবং জিভিকা ব্রোঞ্জ পদক জয় করে । অনূর্ধ্ব-৫২ কে জি বিভাগে ত্রিপুরার দিরিং চাকমা প্রত্যাশা জাগিয়েও শেষ পর্যন্ত স্বর্ণ পদক জয় করতে ব্যর্থ হয়েছে। রৌপ্য পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দিরিংকে। ওই বিভাগে ফাইনালে গুজরাটের চৌধুরী ধ্রুবি-র কাছে দুরন্ত লড়াই করে হারতে হয়েছে দিরিংকে। চৌধুরী স্বর্ণ এবং দিরীং রৌপ্য পদক জয় করে। ওই বিভাগে ব্রোঞ্জ পদক জয় করে পশ্চিম বাংলার জিনিয়া ইলিজা সর্দার। অনূর্ধ্ব-৫৭ কে জি বিভাগে হতাশ করলো ত্রিপুরার বিনীতা চাকমা। প্রথম আট জনে স্থান পায়নি বিনীতা। ওই বিভাগে স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ পদক জয় করে যথাক্রমে মহারাষ্ট্র-র শ্রভানি ডিকে, গুজরাটের দর্জাদা খুশবো এবং উত্তর প্রদেশের লগন লস্কর। শনিবার ত্রিপুরার হয়ে পদক জয়ের লড়াইয়ে নামবে মোনালিসা দেববর্মা, অর্পিতা ভৌমিক এবং শান্তি দাস। সোনা জয়ী তানিয়া দাস ও রূপা জয়ী দিরিং চাকমা কে অভিনন্দন জানিয়েছেন রাজ্য স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব অপু রায়। ছাত্রীর সোনার পদক জয় করার খুশি কোচ মিহির শীল। তিনি বলেন, "বিশ্বাস ছিলো তানিয়ার উপর। সে তা করে দেখালো। আগামী দিনে আরও অনেক উপরে উঠবে সে আমার বিশ্বাস"। দুই দিনে ত্রিপুরার দখলে ১ টি স্বর্ণ সহ মোট ৪ টি পদক