ত্রিপুরা, উড়িশার মহিলাদের প্র্যাকটিস ম্যাচ সম্পন্ন, ক্রিকেটাররা সংবর্ধিত
আগরতলা, Dec 22, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
কাগজে-কলমে প্র্যাকটিস ম্যাচ হলেও মাঠে কিন্তু খেলোয়ারদের মধ্যে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াই লক্ষ্য করা গেছে।ওড়িশার মহিলা ক্রিকেটাররা কদিনের সফরে আগরতলায় এসে ত্রিপুরার ক্রিকেট দলের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলেছে। ১৮ ডিসেম্বর ও ১৯ ডিসেম্বর পরপর দুদিন এমবিবি স্টেডিয়ামে দুটি সেশনে ত্রিপুরা দলের সঙ্গে প্র্যাকটিস ম্যাচ খেলার পর, ২০ ডিসেম্বর বিশ্রামে ছিল।
অতঃপর শনিবার থেকে শুরু করে পুনরায় দুদিন প্র্যাকটিস ম্যাচ আজ শেষ হয়েছে। খেলা শেষে মাঠে এক বিশেষ অনুষ্ঠানে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের পক্ষ থেকে দুদলের খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, আম্পায়ার স্কোরারদের সংবর্ধনা জানানো হয়। পুষ্প স্তবক, উত্তরীয়র পাশাপাশি সুদৃশ্য স্মারকে খেলোয়াড়দের সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি তপন লোধ, সম্পাদক সুব্রত দেব, কোষাধ্যক্ষ বাসুদেব চক্রবর্তী সহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন